India Bangladesh Rail Service: দামি এখন বাংলাদেশের ট্রেন

India Bangladesh Rail Service: দামি এখন বাংলাদেশের ট্রেন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 24, 2023 | 12:05 PM

ভারত ও বাংলাদেশকে যুক্ত করে ৩টি ট্রেন। কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস। কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি ঢাকা মিতালী এক্সপ্রেস। ভাড়া বাড়ছে এই ট্রেনের। আপ ডাউন উভয় দিকে বাড়ছে না ভাড়া।

ভারত ও বাংলাদেশকে যুক্ত করে ৩টি ট্রেন। কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস। কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি ঢাকা মিতালী এক্সপ্রেস। ভাড়া বাড়ছে এই ট্রেনের। আপ ডাউন উভয় দিকে বাড়ছে না ভাড়া। দামি হচ্ছে বাংলাদেশ থেকে ভারতের দিকে আসা ট্রেনগুলির টিকিট। অক্টোবরের ২য় সপ্তাহ থেকেই কার্যকর নতুন ভাড়া। কেন ভাড়া বাড়াতে চলেছে বাংলাদেশ রেলওয়ে? রেল সূত্রের খবর দাম বেড়েছে ডলারের। তাই এবার থেকে ভারতে আসতে বেশি টাকা লাগবে পদ্মা পাড়ের যাত্রীদের।

কত হবে নতুন ভাড়া? ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস। এসি কোচের ভাড়া ৪,৭৯৫ টাকা থেকে বেড়ে হল ৪,৯০০ টাকা। এসি চেয়ার কারে ৩,৫৩০ থেকে বেড়ে হল ৩,৬০০ টাকা। খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস। এসি কোচের ভাড়া ২,৯০০ টাকা থেকে বেড়ে হল ২,৯৫০ টাকা। এসি চেয়ার কারের ভাড়া ২,২৬৫ টাকা থেকে বেড়ে হল ২,৩০০ টাকা।

ঢাকা নিউ জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেস। এসি বার্থের ভাড়া ৬,৫৭০ টাকা থেকে বেড়ে হল ৬,৭২০ টাকা। এসি সিটের ক্ষেত্রে ৪,১৭৫ টাকা থেকে বেড়ে হল ৪,২৯০ টাকা। এসি চেয়ারকার ৩,৭৮৫ থেকে বেড়ে ৩,৮৬০ টাকা হল।