Kasba: আমার ক্ষমতা নেই ছেলের হয়ে লড়ার: গণধর্ষণে অভিযুক্তের বাবা

| Edited By: সোমনাথ মিত্র

Jun 27, 2025 | 9:07 PM

কলকাতার কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ফের কেঁপে উঠল শহর। ২৫ জুন সন্ধ্যায়, কলেজ চত্বরে নৃশংসভাবে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতার কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ফের কেঁপে উঠল শহর। ২৫ জুন সন্ধ্যায়, কলেজ চত্বরে নৃশংসভাবে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মূল অভিযুক্ত একজন প্রাক্তন ছাত্র, বাকি দুই অভিযুক্ত কলেজের বর্তমান কর্মী।

ঘটনার রাতে কলেজেরই একটি ফাঁকা ঘরে ছাত্রীটিকে জোর করে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরদিনই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তদন্তে নেমে দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যেই ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। কলেজ কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এদিকে মূল অভিযুক্তের বাবা কি বলছেন এই ঘটনার পর? দেখুন ভিডিয়ো।