Bhai Phota 2023: গণ ভাইফোঁটা দিলেন স্পেন -প্যারিসের দিদি

Bhai Phota 2023: গণ ভাইফোঁটা দিলেন স্পেন -প্যারিসের দিদি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 16, 2023 | 8:38 PM

Bhai Phota in Orphanage: ভাইফোঁটার আয়োজন ভগবানপুরে। ভগবানপুর ২ নং ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের শিশুদের নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন এলাকার মানুষেরা। আশ্রমেই একে একে ভাইদের ফোঁটা দিল বোনেরা।

ভাই ও বোনদের দৃঢ় সম্পর্ক অটুট থাকে ভাই ফোঁটা ও রাখি বন্ধনের মাধ্যমে এমনি বলা হয়। কিন্তু পরিবার ও পরিজন হীন অনাথদের কি বা আত্মীয় পরিজন। ছোট থেকে আশ্রমেই বড় হওয়া। আলো দেখা থেকেই হয়ত পরিচয়হীন।আরো বেশি মনে পড়ে উৎসবে তাদের পরিবারকে। ভাইফোঁটার উৎসবে যখন বাড়িতে বাড়িতে উৎসব পালন হচ্ছে। তখন অনাথ শিশুদের মুখে হাসি ফোঁটাতে গণ ভাইফোঁটার আয়োজন ভগবানপুরে।

ভগবানপুর ২ নং ব্লকের পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের শিশুদের নিয়ে উৎসবে মেতে উঠেছিলেন এলাকার মানুষেরা। আশ্রমেই একে একে ভাইদের ফোঁটা দিল বোনেরা। অনাথ আশ্রমের মেয়েরা আশ্রমের ভাইদের পাশাপাশি। এলাকার অনেকের কপালেই পড়লো চন্দনের ফোঁটা। এদিন ৩০০ জন ভাই বোন এই ভাইফোঁটা অংশ নেয় । অনাথ শিশুদের ফোঁটা দিতে এদিন আশ্রমে আসেন দুই বিদেশিনী একজন স্পেন ও অপরজন প্যারিস থেকে আসেন। এবং ভারতীয় সংস্কৃতিতে নিজেদের অংশ নিতে পেরে খুব আনন্দিত বোধ করেন বলেই জানান। এদিন বাকি ভাইবোনদের মতন দুই বিদেশিনী বোন বা দিদির হাতে ফোঁটা নিয়ে উচ্ছাসিত আশ্রমিকরাও।