FIFA World Cup 2022: চাই মেসির জয়, হাতে ফুটবল ও নীল সাদা জার্সি গায়ে মা কালীর সামনে যজ্ঞ বাঙালির

Dec 18, 2022 | 1:34 PM

FIFA World Cup: মা কালীর মন্দিরে হাতে ফুটবল নিয়ে নীল-সাদা জার্সি পরে আকুল আর্তি মেসি ভক্তদের। 'মেসি যেন জিতে যান, যেন হ্যাটট্রিক করেন', জানালেন মেসি ভক্ত।

কলকাতা: ‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল…’ আজ বিশ্বকাপের সুপার সানডে। আজ মেসি বনাম এমবাপের লড়াই। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে মুখিয়ে গোটা বিশ্ব। ফুটবল জ্বরে কাঁপছে বাংলা। আর্জেন্টিনা হোক বা ফ্রান্স, প্রিয় দলের জয়ের উদ্দেশে নিজ নিজ উপায়ে প্রার্থনা করে চলেছে বাঙালি ফ্যানরা। যদিও শেষ বিশ্বকাপে মেসির হাতেই ট্রফি দেখতে চাইছে আপামর বাঙালি।

বিশ্বকাপ জ্বরের মাঝে এক অন্য ছবি ধরা পড়ল দত্তাবাদে। শুধুমাত্র আর্জেন্টিনার জয় চেয়ে কালীমায়ের সামনে যজ্ঞ, পুজোর আয়োজন মেসি ফ্যানদের। মা কালীর মন্দিরে হাতে ফুটবল নিয়ে নীল-সাদা জার্সি পরে আকুল আর্তি মেসি ভক্তদের। ‘মেসি যেন জিতে যান, যেন হ্যাটট্রিক করেন’, জানালেন মেসি ভক্ত। মা কালীর মন্ত্রোচ্চারণ করে মেসির জয় চাইছেন স্বয়ং পুরোহিতও। কালী মায়ের আরাধনায় মেসি কি আরও কাছাকাছি পৌঁছে যাবেন বিশ্বকাপের? তা অবশ্য সময়ই বলবে।

Published on: Dec 18, 2022 01:07 PM