Fight For Saree: শাড়ির জন্য হাতাহাতি ২ মহিলার!

Fight For Saree: শাড়ির জন্য হাতাহাতি ২ মহিলার!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Apr 28, 2023 | 7:36 PM

সিল্কের শাড়ির জন্য বিখ্যাত বেঙ্গালুরু। সেখানেই মল্লেশ্বরমের মহীশূর সিল্কের বার্ষিক সেলের অনুষ্ঠান যেন রণক্ষেত্রের চেহারা নিল। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিড়ে ঠাসা সেই দোকান। মহিলারা এক-এক করে তাঁদের শাড়ি সংগ্রহ করছেন। তাঁদেরই মধ্যে একজন আর একজনের মাথায় আঘাত করতে শুরু করলেন। মার খাওয়ার পর অপর জনও পাল্টা মারতে শুরু করে দিলেন।

সিল্কের শাড়ির জন্য বিখ্যাত বেঙ্গালুরু। সেখানেই মল্লেশ্বরমের মহীশূর সিল্কের বার্ষিক সেলের অনুষ্ঠান যেন রণক্ষেত্রের চেহারা নিল। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিড়ে ঠাসা সেই দোকান। মহিলারা এক-এক করে তাঁদের শাড়ি সংগ্রহ করছেন। তাঁদেরই মধ্যে একজন আর একজনের মাথায় আঘাত করতে শুরু করলেন। মার খাওয়ার পর অপর জনও পাল্টা মারতে শুরু করে দিলেন। তবে তার আগে তাঁদের মধ্যে তীব্র তর্কাতর্কিও হয়। নিরাপত্তারক্ষীরা ওই দুই মহিলাকে একে অপরের থেকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু ওই দুই মহিলাকে যেন কোনও মতেই ছাড়ানো যাচ্ছিল না। আর বৈদ্য নামের এক ব্যক্তি টুইটারে ভিডিয়োটি শেয়ার করেছেন। একজন টুইটার ব্যবহারকারী বলেন, ‘এ দেশে মানুষ জমি,টাকা আর শাড়ির জন্য মারপিট করেন’।

Published on: Apr 28, 2023 07:36 PM