Jalpaiguri Filaria News: এবার গোদ আতঙ্ক!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 21, 2023 | 4:42 PM

একে ডেঙ্গু, ম্যালেরিয়ায় রক্ষা নেই তার উপর জলপাইগুড়িতে চিন্তা বাড়াচ্ছে ফাইলেরিয়া বা গোদ। জলপাইগুড়ি জেলায় স্কুল পড়ুয়া ২৬ জনের শরীরে মিলেছে ফাইলেরিয়ার জীবানু। চিন্তায় স্বাস্থ্য দফতর চিন্তিত স্কুল কর্তৃপক্ষও। গোদের খোঁজে নাইট সার্ভে। জলপাইগুড়ি জেলা জুড়ে ২০ টি জায়গায় রাতে বাড়ি বাড়ি সমীক্ষা চালাবে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা।

একে ডেঙ্গু, ম্যালেরিয়ায় রক্ষা নেই তার উপর জলপাইগুড়িতে চিন্তা বাড়াচ্ছে ফাইলেরিয়া বা গোদ। জলপাইগুড়ি জেলায় স্কুল পড়ুয়া ২৬ জনের শরীরে মিলেছে ফাইলেরিয়ার জীবানু। চিন্তায় স্বাস্থ্য দফতর চিন্তিত স্কুল কর্তৃপক্ষও। গোদের খোঁজে নাইট সার্ভে। জলপাইগুড়ি জেলা জুড়ে ২০ টি জায়গায় রাতে বাড়ি বাড়ি সমীক্ষা চালাবে স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা।

কথায় আছে গোদের উপর বিষ ফোড়া। একে ডেঙ্গু, ম্যালেরিয়ায় রক্ষা নেই তার উপর জলপাইগুড়ি তে চিন্তা বাড়াচ্ছে ফাইলেরিয়া বা গোদ। সম্প্রতি ৪৮০ জন পড়ুয়ার রক্ত পরীক্ষার রিপোর্ট চমকে দিয়েছে স্বাস্থ্য কর্তাদের। ২৬ জনের শরীরে মিলেছে ফাইলেরিয়ার জীবানু। ধূপগুড়িতে ১৪ জন, নাগরাকাটায় ৮ জন এবং মেটেলি ব্লকে ৪ জনের শরীরে ফাইলেরিয়ার জীবানু পাওয়া গিয়েছে। জলপাইগুড়ি জেলার চা বাগান অধ্যুষিত এলাকার স্কুল পড়ুয়াদের রক্তে মিলেছে। এই রোগ চিহ্নিত করার জন্য জেলার সাতটি ব্লক এবং তিনটি পুরসভা মিলিয়ে ২০ টি জায়গায় একযোগে শুরু হবে সমীক্ষা।  সমীক্ষা চলবে রাত আটটা থেকে রাত বারোটা পর্যন্ত। বিশেষজ্ঞদের বক্তব্য, গোদ বা ফাইলেরিয়া রোগে রোগীর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ফুলে যায়। বিশ্রাম রত অবস্থায় পরীক্ষা করলে এই রোগ নির্নয় করা সম্ভব। সেই কারনে নৈশ কালীন সময় বা রাতের দিকে এই সমীক্ষার সময়সূচি ঠিক করা হয়েছে। একই সঙ্গে এই রোগের বাহক কিউলেক্স মশা চিহ্নিত করার কর্মসূচি ও নেওয়া হয়েছে।

এদিকে স্কুল পড়ুয়াদের শরীরের রক্তে এই জীবানু মেলায় চিন্তা পরেছেন স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি স্কুল কর্তৃপক্ষও। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ স্কুল লাগোয়া এলাকা এবং শ্রমিক লাইনে নোংরা আবর্জনার স্তুপ থাকা সেই সাথে শূয়র পালন হওয়াতেই বাড়ছে মশার উপদ্রব। নোংরা আবর্জনা জমা জলে জন্মাচ্ছে মশা। সেই মশা শূয়র কে কামড়াচ্ছে তার পর মানুষকে কামড়াচ্ছে। তার থেকেই সম্ভবত হচ্ছে। ফাইলেরিয়ার জীবানু রক্তে থাকা স্কুল পড়ুয়া বলেন, আমাদের অনেকের রক্ত পরিক্ষা করা হয়েছিল। আমাদের স্কুলে চার জনের রক্তে ধরা পরেছে। তবে আমরা সবাই সুস্থ রয়েছি। পতঙ্গ বিশেষজ্ঞ রাহুল সরকার জানান, এর আগে সার্ভেতে ধূপগুড়িতে ১৪ জন। নাগরাকাটায় ৮ জন এবং মেটেলি ব্লকে ৪ জনের শরীরে ফাইলেরিয়ার জীবানু পাওয়া গিয়েছে। আক্রান্তরা ভুটান সীমান্ত সংলগ্ন চা বাগান এলাকার বাসিন্দা। সেই কারনে সার্ভেতে সীমান্ত এলাকায় সবচাইতে বেশি জোর দিতে চলেছে স্বাস্থ্য দফতর। জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অসীম হালদার জানান,জেলায় কতো সংখ্যায় ফাইলেরিয়া রোগী রয়েছে তা জানতেই এই সমীক্ষা। যাদের বয়স কুড়ি বছরের বেশি তাদের উপর সমীক্ষা চালানো হবে। রোগ নির্ণয় হলে দ্রুত চিকিৎসা এবং পরবর্তী পদক্ষেপ করা হবে।