Fire in Purbasthali: পুড়ে ছাই আস্ত বাড়ি!
Fire engulfs house: পুড়ে ছাই হয়ে গেছে বাড়িতে থাকা ১০ বস্তা ধান, ১০ হাজার টাকা সহ ঘরে আসবাবপত্র সমস্ত কিছুই। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ঝাউডাঙ্গা পঞ্চায়েতের অন্তর্গত কাশিপুর গ্রামে গতকাল রাতের ঘটনা।
আগুনে ভস্মিভূত হয়ে গেল একটি বাড়ি। পুড়ে ছাই হয়ে গেছে বাড়িতে থাকা ১০ বস্তা ধান, ১০ হাজার টাকা সহ ঘরে আসবাবপত্র সমস্ত কিছুই। পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ঝাউডাঙ্গা পঞ্চায়েতের অন্তর্গত কাশিপুর গ্রামে গতকাল রাতের ঘটনা। তবে বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোন খবর নেই। মঙ্গলবার সকালে রিনা বাগদী নামে ওই বাড়ির মহিলা তিনি জানান, ছেলেকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম, স্থানীয় বাসিন্দারা খবর দেয় ঘরে আগুন লেগে গেছে।এলাকাবাসীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে এলেও পুড়ে ছাই চালার বাড়ী।ঠিক কি কারনে এই আগুন তা জানেন গৃহকর্ত্রী। নদী পেরিয়ে এই ঝাউডাঙ্গা গ্রাম।উন্নত নয় যোগাযোগ ব্যবস্থা।এই অঞ্চলে একটি দমকল ইঞ্জিন রাখার জন্য দাবী জানাচ্ছে গ্রামবাসীরা।