Nadia News: নদিয়ায় রেগে আগুন বাজি ব্যবসায়ী

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

May 24, 2023 | 2:00 PM

এবার নদিয়ার শান্তিপুর থানা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। মঙ্গলবার সকাল থেকেই শান্তিপুরের বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। শান্তিপুর বড়বাজার, শান্তিপুর মালঞ্চ এবং সূত্রাগড় অঞ্চলের বেশ কয়েকটি বাজির দোকান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ

এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকে সারা রাজ্যজুড়ে চলছে নিষিদ্ধ বাজি উদ্ধারের অভিযান। এবার নদিয়ার শান্তিপুর থানা এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি। মঙ্গলবার সকাল থেকেই শান্তিপুরের বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। শান্তিপুর বড়বাজার, শান্তিপুর মালঞ্চ এবং সূত্রাগড় অঞ্চলের বেশ কয়েকটি বাজির দোকান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাজি উদ্ধারের পাশাপাশি দুজনকে আটক করা হয়। তবে এখন থেকে প্রায় দিনই এই অভিযান চলবে বলে জানা যায় পুলিশ সূত্রে। যদিও এক মহিলা বাজি ব্যবসায়ীর অভিযোগ, সারা বছর বাজির ব্যবসা করার জন্য পুলিশ সহযোগিতা করে, এছাড়াও পুজোর সময় রীতিমতো টাকা নেই পুলিশ, তখন তো নিষিদ্ধ করা হয় না ব্যবসা বন্ধ করে দেয়ার জন্য। বাজির ব্যবসা যদি বন্ধই করতে হয় পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত, না হলে সারা বছর প্রশাসনকে টাকা দিয়ে ব্যবসায় ক্ষতি হোক আমরা এ মেনে নেব না।