First Audi Car In Indian Cricket Team: কার দখলে প্রথম অডি গাড়ি?
১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় হয় ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে ৭টি দল অংশ নেয়। রবি শাস্ত্রী সেই টুর্নামেন্টে ভাল পারফর্ম করেন। রবি শাস্ত্রীকে দেওয়া হয় টুর্নামেন্ট সেরার পুরস্কার। পুরস্কার ছিল নতুন অডি হান্ড্রেড গাড়ি।
জানেন কি অডি গাড়ি প্রথম কোন ক্রিকেটারের হাত ধরে এসেছিল? তিনি হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রী। ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ায় হয় ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে ৭টি দল অংশ নেয়। রবি শাস্ত্রী সেই টুর্নামেন্টে ভাল পারফর্ম করেন। রবি শাস্ত্রীকে দেওয়া হয় টুর্নামেন্ট সেরার পুরস্কার। পুরস্কার ছিল নতুন অডি হান্ড্রেড গাড়ি। সেই গাড়িতে কপিল দেব থেকে শুরু করে অনেকে উঠে পড়েন রাইড নেওয়ার জন্য। সেই অডি ১০০ গাড়িটির নম্বর ছিল MFA1। রবি শাস্ত্রীর সেই গাড়ি এখনও তাঁর কাছে আছে। সেই টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানকে হারায় ভারত। একটা সময় ভারতের ম্যাচ জেতার জন্য দরকার ছিল ১৫-২০ রান। শাস্ত্রী তখন ব্যাটিং করছিলেন। মিয়াঁদাদ তাঁকে জানান,গাড়ির দিকে শাস্ত্রী কেন বারবার দেখছেন? রবি শাস্ত্রীকে মিয়াঁদাদ বলেন এই গাড়ি তিনিই পাবেন। শাস্ত্রী জবাব দেন, দেখা যাক। রবি শাস্ত্রী সেই গাড়ি জিতেছিলেন।

'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা

মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান

'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত

'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
