Birbhum News: লক্ষাধিক লোকসানে মাছ চাষি!
দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের রসুলপুর গ্রামে গৌরাঙ্গ সায়ের নামে একটা পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ। লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা মাছ চাষীর। শেখ কাঞ্চন নামে ওই গ্রামেরই এক মাছ চাষী ৫ বছরের জন্য ওই পুকুরটা লিজে নেন। এটি তার প্রথম বছর।
দুবরাজপুরের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের রসুলপুর গ্রামে গৌরাঙ্গ সায়ের নামে একটা পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ। লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা মাছ চাষীর। শেখ কাঞ্চন নামে ওই গ্রামেরই এক মাছ চাষী ৫ বছরের জন্য ওই পুকুরটা লিজে নেন। এটি তার প্রথম বছর। গতকালই তিনি লক্ষ্য করেন তার পুকুরে প্রচুর পরিমাণে মাছ জলে ভেসে উঠছে। তিনি তখন ভেবেছিলেন জলটা হয়তো গ্যাস হয়ে গেছে সেই জন্য এরকম হয়েছে। আজ সকালে আবারও প্রচুর পরিমাণে মাছ জলে ভাসতে দেখে বুঝতে পারেন ওই পুকুরে বিষ দেওয়া হয়েছে। তিনি জানান, রাজনৈতিক কোন শত্রুতা নেই বা গ্রামেও কোন শত্রুতা নেই, তবে পারিবারিক বিবাদের জেরে কেউ এটা করে থাকতে পারে বলে মনে করছেন। বিভিন্ন জায়গায় লোন নিয়ে তিনি এই মাছ চাষ করেছেন। পুকুরে মাছ মরে যাওয়ার ফলে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করছেন।
Latest Videos
Latest News