Yunus Slams Anubrata Mondal: SIR নিয়ে কেষ্টকে আক্রমণ ইউনূসের, তুলনা টানলেন অর্জুন-শুভেন্দুর সঙ্গেও

| Edited By: Avra Chattopadhyay

Nov 03, 2025 | 1:30 PM

Yunus Vs Anubrata: বীরভূমের কেষ্ট মণ্ডলকে নিশানা করলেন তৃণমূল নেতা মহম্মদ ইউনূস। নাম না করেই বললেন, 'যে SIR নিয়ে কলকাতার রাজপথে হাঁটবেন মমতা-অভিষেক। সেই এসআইআর নিয়ে 'বোলপুরের এক দাদা' কি সহজেই বলে দিলেন কোনও সমস্য়া নেই। উনিও অর্জুন, শুভেন্দুর মতো এক নেতা।'

বীরভূম: শাসকদলের গোষ্ঠী কোন্দলে ফুঁসছে বীরভূম। এবার অনুব্রত বনাম ইউনূস। তবে নেপথ্যে থাকলেও থাকতে পারেন কাজল, বলছেন একাংশ। বীরভূমের কেষ্ট মণ্ডলকে নিশানা করলেন তৃণমূল নেতা মহম্মদ ইউনূস। নাম না করেই বললেন, যে SIR নিয়ে কলকাতার রাজপথে হাঁটবেন মমতা-অভিষেক। সেই এসআইআর নিয়ে বোলপুরের এক দাদা কি সহজেই বলে দিলেন কোনও সমস্য়া নেই। উনিও অর্জুন, শুভেন্দুর মতো এক নেতা।’

বলে রাখা প্রয়োজন, বীরভূমের রাজনৈতিক আঙিনায় কাজল-ঘনিষ্ঠ বলেই পরিচিত ইউনূস। সুতরাং, তাঁর এই আক্রমণাত্মক রূপ ঘুরপথে কেষ্ট বনাম কাজল ইস্যুকেই উস্কে দিচ্ছে বলে মত একাংশের।

Published on: Nov 03, 2025 01:28 PM