State Bank Ofi India FD Rates: এফডিতে বাম্পার সুদ

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 16, 2023 | 4:55 PM

এসবিআইয়ের গ্রাহকদের জন্য সুখবর। এবার স্থায়ী আমানতে দুর্দান্ত সুদ দিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক। তবে হাতে সময় আর বেশি নেই। ১০০ বেসিস পয়েন্টে অনেকটাই বেশি সুদ দিচ্ছে এসবিআই।

Follow Us

এসবিআইয়ের গ্রাহকদের জন্য সুখবর। এবার স্থায়ী আমানতে দুর্দান্ত সুদ দিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক। তবে হাতে সময় আর বেশি নেই। ১০০ বেসিস পয়েন্টে অনেকটাই বেশি সুদ দিচ্ছে এসবিআই। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী আমানতে এই সুদ দিচ্ছে এসবিআই। দেখে নিন কত সুদের হার দিচ্ছে এসবিআই। ৭ থেকে ৪৫ দিনে ৩% সুদ। ৪৬ থেকে ১৭৯ দিনে ৪.৫% সুদ। ১৮০ দিন থেকে ২১০ দিনের এফডিতে ৫.২৫% সুদ। ২১১ দিন থেকে ১ বছরে ৫,৭৫% সুদ। ১ থেকে ২ বছরে সুদ ৬.৮০% । ২ থেকে ৩ বছরে সুদ ৭% । ৩ থেকে ৫ বছরে ৬.৫০% সুদ। ৫ থেকে ১০ বছরে সুদ ৬.৫০% । এসবিআই অমৃত কলস স্কিমে ৭.১% সুদ দেয়। বয়স্ক, সিনিয়র সিটিটিজেনদের জন্য সুদের হার ৭.৬% । এসবিআইয়ের উইকেয়ার টার্ম ডিপোজিট আছে সিনিয়র সিটিজেনদের জন্য। ওই ফিক্সড ডিপোজিট ৫০ বেসিস পয়েন্টের ৫ থেকে ১০ বছরের জন্য।

এসবিআইয়ের গ্রাহকদের জন্য সুখবর। এবার স্থায়ী আমানতে দুর্দান্ত সুদ দিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক। তবে হাতে সময় আর বেশি নেই। ১০০ বেসিস পয়েন্টে অনেকটাই বেশি সুদ দিচ্ছে এসবিআই। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী আমানতে এই সুদ দিচ্ছে এসবিআই। দেখে নিন কত সুদের হার দিচ্ছে এসবিআই। ৭ থেকে ৪৫ দিনে ৩% সুদ। ৪৬ থেকে ১৭৯ দিনে ৪.৫% সুদ। ১৮০ দিন থেকে ২১০ দিনের এফডিতে ৫.২৫% সুদ। ২১১ দিন থেকে ১ বছরে ৫,৭৫% সুদ। ১ থেকে ২ বছরে সুদ ৬.৮০% । ২ থেকে ৩ বছরে সুদ ৭% । ৩ থেকে ৫ বছরে ৬.৫০% সুদ। ৫ থেকে ১০ বছরে সুদ ৬.৫০% । এসবিআই অমৃত কলস স্কিমে ৭.১% সুদ দেয়। বয়স্ক, সিনিয়র সিটিটিজেনদের জন্য সুদের হার ৭.৬% । এসবিআইয়ের উইকেয়ার টার্ম ডিপোজিট আছে সিনিয়র সিটিজেনদের জন্য। ওই ফিক্সড ডিপোজিট ৫০ বেসিস পয়েন্টের ৫ থেকে ১০ বছরের জন্য।

Next Video