Air Ticket Price Hike: দীপাবলিতে বিমানে ছ্যাঁকা

Air Ticket Price Hike: দীপাবলিতে বিমানে ছ্যাঁকা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 02, 2023 | 11:37 AM

৮৯% বিমান ভাড়া বাড়ল ১০ থেকে ১৬ নভেম্বর ২০২৩ এর মধ্যে। ওই সময়ে উদযাপিত হবে দীপাবলি। গত বছর দীপাবলির তুলনায় ৮৯% বিমান ভাড়া বাড়ল এবছর। আগামী ২-১ মাস এই ভাড়া বৃদ্ধি জারি থাকবে। বিমানের টিকিটের চাহিদা বেড়েছে।

৮৯% বিমান ভাড়া বাড়ল ১০ থেকে ১৬ নভেম্বর ২০২৩ এর মধ্যে। ওই সময়ে উদযাপিত হবে দীপাবলি। গত বছর দীপাবলির তুলনায় ৮৯% বিমান ভাড়া বাড়ল এবছর। আগামী ২-১ মাস এই ভাড়া বৃদ্ধি জারি থাকবে। বিমানের টিকিটের চাহিদা বেড়েছে। স্পাইসজেট আসন সংখ্যা কমিয়েছে,পরিষেবা বন্ধ করেছে গো ফার্স্ট। অন্যদিকে বেশ কিছু বিমান সংস্থা কম টাকার টিকিট বিক্রি বন্ধ রেখেছে। দীপাবলির সময়ে ছুটি থাকায় বিমানের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। দীপাবলির সপ্তাহে জনপ্রিয় রুটের টিকিটের দাম কত দেখুন। কলকাতা থেকে দিল্লি – ৮,০০০ টাকা। কলকাতা থেকে মুম্বই -৮,৫০০ টাকা। কলকাতা থেকে বেঙ্গালুরু – ৮,৫০০ টাকা। এই ভাড়া গত বছর দীপাবলির তুলনায় ২০% বেশি। দিল্লি থেকে আমেদাবাদ এক দিকের বিমান ভাড়া ৫,৬৮৮ টাকার আশেপাশে। যাত্রার ৮০দিন আগেও এই অবস্থা। যাত্রার দিন যত কাছে আসবে তত বাড়বে টিকিটের দাম ও চাহিদা। গত বছর দীপাবলির তুলনায় টিকিটের মূল্যবৃদ্ধি ৭২%। গত বছর দীপাবলিতে এই রুটে চলত ২৯০টি বিমান। এবার দীপাবলিতে ওই রুটে ১৫% কম উড়ান চলবে। দিল্লি আহমেদাবাদ রুটে সপ্তাহে ৪২টি উড়ান চালাত গো ফার্স্ট। গো ফার্স্টের পরিষেবা বন্ধ। স্পাইসজেট কমিয়েছে তাদের উড়ান সংখ্যা। এই রুটে এখন চলছে সপ্তাহে ১৮টি ফ্লাইট। গত বছর দীপাবলির তুলনায় ৮৯% বেড়ে দিল্লি শ্রীনগর রুটের বিমান ভাড়া ৭,১৭৫ টাকা। বেঙ্গালুরু হায়দ্রাবাদ রুটে এবার দীপাবলিতে ৬৩% বিমান ভাড়া বেড়ে হয়েছে ১,৯১৪ টাকা।