AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Raid: কী হয়েছিল আইপ্যাকের অফিসের ভিতরে?

সূত্রের খবর, শতাধিক ডেস্কটপের মধ্যে থেকে সবেমাত্র একটি কম্পিউটার চিহ্নিত করে সাইবার ফরেনসিক এক্সপার্ট হ্যাশ ভ্যালু (যা সময়সাপেক্ষ বিষয়) তৈরি করেন। তারপর সবেমাত্র একটি ডেস্কটপ থেকে ব্যাকআপ নেওয়ার কাজ শুরু করেন তাঁরা। আর ঠিক তখনই মুখ্যমন্ত্রী ও পুলিশের টিম পৌঁছয় সেখানে। মাঝপথেই ব্যাকআপ নেওয়া বন্ধ করতে হয় বলে অভিযোগ ইডি-র। 

| Updated on: Jan 10, 2026 | 6:20 AM
Share

বৃহস্পতিবার ভোর থেকে তল্লাশি শুরু করেছিল ইডি। দুপুর ১২টার কিছু পর হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে আইপ্যাক-এর কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, পরে আইপ্যাকের দফতরের বাইরে বেরিয়ে আসেন ফাইল হাতে। সূত্রের খবর, শতাধিক ডেস্কটপের মধ্যে থেকে সবেমাত্র একটি কম্পিউটার চিহ্নিত করে সাইবার ফরেনসিক এক্সপার্ট হ্যাশ ভ্যালু (যা সময়সাপেক্ষ বিষয়) তৈরি করেন। তারপর সবেমাত্র একটি ডেস্কটপ থেকে ব্যাকআপ নেওয়ার কাজ শুরু করেন তাঁরা। আর ঠিক তখনই মুখ্যমন্ত্রী ও পুলিশের টিম পৌঁছয় সেখানে। মাঝপথেই ব্যাকআপ নেওয়া বন্ধ করতে হয় বলে অভিযোগ ইডি-র।