Food Path ১৩: ভোলা যায় না যে কেবিন
ভোলা যায় না যে কেবিন

Food Path ১৩: ভোলা যায় না যে কেবিন

aryama das |

Feb 03, 2021 | 11:22 AM

সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে সৌগত রায় মিঠুন চক্রবর্তী মদন মিত্র সকলেই এসেছেন ভোলানাথ কেবিনে।

গিরিশ ঘোষের বাড়ির পাশে ভোলানাথ কেবিন। মিঠুনদা থেকে মদন দা । সুভাষদা থেকে সৌগত দা । চায়ের ঠেকে যান নি যে কে। আস্ত একটা বই লিখে ফেলেছেন প্রবীণ ভোলানাথ। বয়স জনিত অসুস্থতার কারণে তিনি এখন আর আসতে পারেন না। তার দুই ছেলে চালাচ্ছেন দোকান। নির্দেশাবলী পরিষ্কার করে লেখা আছে দোকানের সর্বত্র। কোথায় কাপ প্লেট রাখতে হবে আর কোথায় রাখবেন না।সকালের দিকে প্রাতরাশ সাবেকি বাঙালি মাখন-পাউরুটি অমলেট ঘুগনি আলুর দম।
সুভাষ চক্রবর্তী থেকে শুরু করে সৌগত রায় মিঠুন চক্রবর্তী মদন মিত্র সকলেই এসেছেন ভোলানাথ কেবিনে। রসনার স্বাদ নিয়েছেন। কেউ কেউ আড্ডা দিয়েছেন উত্তর কলকাতার বেঞ্চিতে বসে।