Murshidabad Mid Day Meal News: মিড ডে মিলে অসুস্থ ৫০!
বুধবার দুপুরে হঠাৎ করেই বিদ্যালয় এর মধ্যে অসুস্থ হয়ে পড়লো পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। ভগবানগোলা ব্লক ২ এর আখেরীগঞ্জ হাইস্কুলের ঘটনা। প্রায় সত্তর আশিজন কে পেটে ব্যথার উপক্রমে নিয়ে আসা হয় নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কয়েকজন ছাত্রছাত্রী বলেন তারা বিদ্যালয়ের মিড ডে মিলের ডিম খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তাদের পেটে ব্যাথা শুরু হয় […]
বুধবার দুপুরে হঠাৎ করেই বিদ্যালয় এর মধ্যে অসুস্থ হয়ে পড়লো পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। ভগবানগোলা ব্লক ২ এর আখেরীগঞ্জ হাইস্কুলের ঘটনা। প্রায় সত্তর আশিজন কে পেটে ব্যথার উপক্রমে নিয়ে আসা হয় নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কয়েকজন ছাত্রছাত্রী বলেন তারা বিদ্যালয়ের মিড ডে মিলের ডিম খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তাদের পেটে ব্যাথা শুরু হয় আবার অন্যান্য ছাত্রছাত্রীরা বলেন তারা বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার খাইনি তাদের পেটে ব্যাথা শুরু হলে তাদেরকে নসীপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় । ঘটনাই রীতিমতো এলাকায় আতঙ্কের পরিবেশে সৃষ্টি হয়। নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসরত ডাক্তাররা বলেন কি থেকে এই পেটে ব্যাথা তা বোঝা যাচ্ছে না। বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে লালবাগে মহকুমা হাসপাতাল ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।