Forest department: নির্বাচনের আগেই বন দফতরে ছাঁটাই

Forest department: নির্বাচনের আগেই বন দফতরে ছাঁটাই

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 05, 2023 | 5:17 PM

পঞ্চায়েত নির্বাচনের আগে বনদপ্তরের অস্থায়ী কর্মীরা কাজ হারালেন। পূর্ব বর্ধমানের আউসগ্রামের জঙ্গলমহলের আদুরিয়া বিটের অধীনে ১৫ জন অস্থায়ী কর্মীর রবিবার থেকেই কাজ বন্ধ হয়ে যায়। কাজের দাবীতে কাজ হারানো অস্থায়ী কর্মীরা বিট অফিসের সামনে ধর্ণায় বসেছেন।

পঞ্চায়েত নির্বাচনের আগে বনদপ্তরের অস্থায়ী কর্মীরা কাজ হারালেন। পূর্ব বর্ধমানের আউসগ্রামের জঙ্গলমহলের আদুরিয়া বিটের অধীনে ১৫ জন অস্থায়ী কর্মীর রবিবার থেকেই কাজ বন্ধ হয়ে যায়। কাজের দাবীতে কাজ হারানো অস্থায়ী কর্মীরা বিট অফিসের সামনে ধর্ণায় বসেছেন। অস্থায়ী কর্মীদের অভিযোগ, আগাম কোন নোটিশ দেওয়া হয়নি, হঠাৎই রেঞ্জার অফিসার বর্ষা মুর্মু জানিয়ে দেন কাজে আসতে হবে না। কাজ হারানোর খবর জানতে পেরে অস্থায়ী কর্মীরা জানান , এমনিতেই ১০০ দিনের কাজ বন্ধ। আবার যদি বনদপ্তরে কাজ বন্ধ হয়ে, তাহলে তাদের চলবে কি করে। দীর্ঘদিন ধরে তারা এই বন্য দপ্তরের কাজ করছেন। কেউবা ১০ বছর কেউ ১৫ বছর আবার কেউ ৭ থেকে ৮ বছর। তারা বন্য দপ্তরের বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। তাদের নির্দিষ্ট কোন বেতন পরিকাঠামো নেই। বনদপ্তরের কাজ করার জন্য তাদের বৈধ কোন কাগজপত্র নেই। তাই তাদেরকে বিভিন্ন কাজে লাগানো হতো।দীর্ঘ সময় বনদপ্তরের কাজের সঙ্গে যুক্ত থাকার পর কাজ হারিয়ে কোথায় যাবে।কি ভাবেই বা সংসার চলবে।তাই তারা ১৫ জন অস্থায়ী কর্মী বন্য দপ্তরের অফিসের সামনে ধর্নায় বসেছেন। বিট অফিসার বর্ষা মুর্মু জানান,এই মুহূর্তে তাদের বনদপ্তরের যে ফাণ্ড ছিল সেই ফাণ্ডে টাকা নেই। এখন তাই তারা অস্থায়ী কর্মীদের কাজে নিয়োজিত করতে পারছেন না। যদি কোনদিন ফাণ্ডে টাকা আসে তাহলে তাদের আবার কাজের নিযুক্ত করতে পারবেন।