MS Dhoni Unseen Lifestyle: ধোনি কাহিনী

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 25, 2023 | 6:24 PM

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বৈবাহিক জীবন ১৩ বছর। কিন্তু ধোনি সব সময় রিজার্ভ থাকতে পছন্দ করেন। তিনি নিজে কোনও পোস্ট করেন না বৈবাহিক জীবনের ব্যাপারে। ধোনির স্ত্রী সাক্ষীর জন্য তাঁদের জীবনের অনেক কথাই প্রকাশ্যে এসেছে।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বৈবাহিক জীবন ১৩ বছর। কিন্তু ধোনি সব সময় রিজার্ভ থাকতে পছন্দ করেন। তিনি নিজে কোনও পোস্ট করেন না বৈবাহিক জীবনের ব্যাপারে। ধোনির স্ত্রী সাক্ষীর জন্য তাঁদের জীবনের অনেক কথাই প্রকাশ্যে এসেছে। ধোনি ও সাক্ষী এখন ব্যস্ত তাঁদের নতুন প্রযোজনা সংস্থার কাজের জন্য । LGM সিনেমা মুক্তি পায় তাঁদের প্রযোজনা সংস্থার ব্যানারে। সিনেমার প্রচারে এসে সাক্ষী বেশ কিছু কথা জানান। সাক্ষী জানান তাঁর কন্যা জিভাকে নিয়ে দিনের শুরু হয় । তিনি সকালে ব্যস্ত থাকেন তাঁর কন্যাকে স্কুলে পাঠানোর জন্য। তারপর সাক্ষী ঘরের বিভিন্ন কাজে নজর দেন। এরপর ফোন করে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের খবর নেন। দুপুরে সাক্ষী বেশ কিছু কাজে ব্যস্ত থাকেন। তবে সন্ধ্যা বেলায় তিনি টিভি দেখে বা গল্প করে সময় কাটান। এই সময় তিনি পরিবারের সঙ্গে সময় কাটান। তিনি ধোনির সব কাজে নজর রাখেন। সাক্ষী আরও জানান, তিনি তাঁর শাশুড়ির সঙ্গে বিয়ের আগে মাত্র ১ বার দেখা করেন। তাঁদের সম্পর্ক বন্ধুর মত। সাক্ষী সব কিছু শেয়ার করেন তাঁর শাশুড়ির সঙ্গে।