A. B. A. Ghani Khan Choudhury: এখনও প্রাসঙ্গিক গণি খান চৌধুরী!
গণীখান চৌধুরী যে এখনো রাজনীতির লড়াইয়ে রয়েছেন তার প্রমাণ মিলে গেল তাঁর জন্মদিনে। গণনীখান চৌধুরীর জন্মদিন কে আগে পালন করবে তা নিয়ে রেষারেষি। কংগ্রেস পাছে আগে করে দেয়, তাই তার আগেই মূর্তি দখল তৃণমূলের।
গণীখান চৌধুরী যে এখনো রাজনীতির লড়াইয়ে রয়েছেন তার প্রমাণ মিলে গেল তাঁর জন্মদিনে। গণনীখান চৌধুরীর জন্মদিন কে আগে পালন করবে তা নিয়ে রেষারেষি। কংগ্রেস পাছে আগে করে দেয়, তাই তার আগেই মূর্তি দখল তৃণমূলের। গরম গরম বক্তব্যের সঙ্গে, কংগ্রেসকে তুলোধোনা করে গণীখানের মূর্তিতে মাল্যদান,জন্মদিন পালন। পরে জায়গা দখল কংগ্রেসের।
একই রকম ভাবে কংগ্রেসেরও গণীখান চৌধুরীর জন্মদিন পালন। তবে ব্যতিক্রমী ছবি কোতোয়ালিতে। সেখানে গণীখান চৌধুরীর ভাগ্নী মৌসম নুর, যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ। গণীখান চৌধুরীর ভাই ডালু বা আবু হাসেম খান চৌধুরী, যিনি কংগ্রেসের সাংসদ এবং গণীখান চৌধুরীর ভাইপো ইশা খান চৌধুরী, যিনি প্রাক্তন কংগ্রেসের বিধায়ক, একসাথে গণীখান চৌধুরীর মাজারে মাল্যদানে করলেন। রাতে জমজমাট পার্টিও রয়েছে।