FIFA World Cup 2022: চোটে বাদ পোগবার জীবনে এখন শুধুই নাচ

FIFA World Cup 2022: চোটে বাদ পোগবার জীবনে এখন শুধুই নাচ

TV9 Bangla Digital

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Nov 18, 2022 | 7:38 PM

বিশ্বকাপ (Qatar World Cup 2022) থেকে ছিটকে যাওয়ার পর পল পোগবা এক ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

এ বারের বিশ্বকাপে দেখা যাবে না ২৯ বছরের পল পোগবাকে (Paul Pogba)। তিনি উরুর সমস্য়ায় ভুগছেন। চোট সমস্যায় তিনি ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে। প্রি-সিজন থেকেই চোটে কাবু পোগবা। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অপারেশনও করতে হয়। বিশ্বকাপ (Qatar World Cup 2022) থেকে ছিটকে যাওয়ার পর, তিনি এক ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ঘরের মধ্যে নাচে মাতোয়ারা পোগবা। সেই নাচের ভিডিয়ো পোস্ট করেছেন পোগবা। ক্য়াপশনে লিখেছেন ‘হাঁটুর চোট পরীক্ষা পাস করেছি, এখন পরিবারের জন্য সময়’। ট্রেনিংয়ের সময় আবার উরুতে চোট পেয়েছিলেন তিনি। যে কারণে চিকিৎসকরা ৩ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন পোগবাকে। তাঁর বিকল্প হিসেবে অরিঁয়ে চুয়ামনিকেই ভাবছেন ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। পোগবা ২০১৮-র বিশ্বকাপের বিজয়ী দেশের অন্য়তম সদস্য় ছিলেন। পোগবার অনুপস্থিতি ফ্রান্সকে ভোগাবে, মত বিশেষজ্ঞদের।