Vardhan Puri Fashion: ক্যাজুয়াল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেনে চলুন বর্ধন পুরির এই ফ্যাশন টিপস

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 16, 2023 | 4:23 PM

আপনি বর্ধনের থেকে টিপস নিতে পারেন। বর্ধনকে দেখা গিয়েছে সাদা চিকনকারি কুর্তায়। বর্ধন সাদা রঙের স্ট্রেটকাট লম্বা কুর্তা পরছেন। তার সঙ্গে পরেছে প্যান্ট স্টাইলের পায়জামা এবং যোধপুরি জুতো। বন্ধু কিংবা বোনের গায়ে হলুদে আপনিও এভাবে সাজতে পারেন

পুরুষদের পোশাক নিয়ে খুব বেশি মাতামাতি করে না সাধারণ মানুষ। রণবীর সিংহ কিংবা করণ জোহারের ফ্যাশনকে টেক্কা দেওয়ার মতো সেলেব বলিউডে খুব কম। কিন্তু বর্ধন বলিউডের অন্যান্য সব সেলেবদের থেকে আলাদা। সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি শার্ট কিংবা টি-শার্ট পরতে পারেন না। পরলেও তা অনুষ্ঠানের মাঝে বেমানান দেখায়। সেখানে আপনি বর্ধনের থেকে টিপস নিতে পারেন। বর্ধনকে দেখা গিয়েছে সাদা চিকনকারি কুর্তায়। বর্ধন সাদা রঙের স্ট্রেটকাট লম্বা কুর্তা পরছেন। তার সঙ্গে পরেছে প্যান্ট স্টাইলের পায়জামা এবং যোধপুরি জুতো। বন্ধু কিংবা বোনের গায়ে হলুদে আপনিও এভাবে সাজতে পারেন। পাহাড়ে বেড়াতে গেলে হুডি,জ্যাকেটে অনায়াসে স্টাইল করা যায়। কিন্তু সমুদ্র সৈকতে নিজের ফ্যাশন স্টেটমেন্ট বজায় রাখা সহজ কাজ নয়। বর্ধনের ইনস্টাগ্রাম ঘাঁটলেই জানা যাবে তিনি সমুদ্র প্রেমী। সে ব্রাজিল হোক বা মুম্বই—যে কোনও সমুদ্র সৈকতেই নিজের স্টাইল বজায় রেখেছেন বর্ধন। ব্রাজিলের সমুদ্র সৈকতে বর্ধনকে দেখা গিয়েছে রঙিন শার্ট ও শর্টসে। মুম্বইয়ের সমুদ্র সৈকতে তিনি পরেছেন গোলাপি রঙের ওভারসাইজ টি-শার্ট ও কালো জিনস। ক্যাজুয়াল লুকেও নিজের স্টাইল স্টেটমেন্ট ধরে রেখেছেন বর্ধন। কালো সোয়েট শার্ট আর নীল জিনসে বর্ধন বসে রয়েছেন সমুদ্রে তীরে। এতে যেমন স্টাইলিশ দেখাবে,তেমনই এই ধরনের পোশাক আরামদায়ক। বর্ধনের ফ্যাশন আপনিও ফলো করতে পারেন।

Published on: Mar 16, 2023 03:56 PM