‘নোটবন্দি’ থেকে ‘গণবন্দি’, Amit Shah-কে ফের আক্রমণ Mamata Banerjee-এর

Dec 05, 2025 | 5:44 PM

Mamata Banerjee on Amit Shah, SIR: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফের আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, "ভোট ঘোষণার ৩ মাস আগে চালাকি করে এসআইআর করা হচ্ছে।" মালদহের গাজলের সভা থেকে এই আক্রমণ করেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফের আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “ভোট ঘোষণার ৩ মাস আগে চালাকি করে এসআইআর করা হচ্ছে।” মালদহের গাজলের সভা থেকে এই আক্রমণ করেন তিনি।

বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “বেসিকটা তো বুঝতে হবে। এসআইআর করে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এসআইআর করে না। এই টুকু না জানলে আর কী বলা যাবে, দুর্ভাগ্যজনক।”

একবার নোটবন্দি, এবার এসআইআরের নামে গণবন্দি, কেন্দ্রকে মালহহের গাজোলের সভা থেকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন, প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Published on: Dec 05, 2025 05:38 PM