Zomato: এবার থেকে অনলাইনেই পাবেন ‘মায়ের হাতের রান্না’
এবার থেকে অনলাইনেই পাবেন বাড়ির মতো খাবার। আপনার জন্য এই পরিষেবা আনছে অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জ়্যোমাটো।
এবার থেকে অনলাইনেই পাবেন বাড়ির মতো খাবার। আপনার জন্য এই পরিষেবা আনছে অনলাইন খাবার ডেলিভারি সংস্থা জ়্যোমাটো। অত্যন্ত কম দামেই পাওয়া যাবে বাড়ির স্বাদের খাবার। রেস্তোরাঁর শেফ নয়, এই খাবার রান্না করবেন বাড়ির ‘শেফ’রাই। বাড়িতে মায়েরা যেমনভাবে স্নেহ-ভালবাসা দিয়ে রান্না করেন, সেভাবেই প্রত্য়েকটি খাবারকে বাড়ির রান্নার মতোই রাঁধা হবে । একইসঙ্গে খাবারের মানও খুব ভাল হবে। নতুন এই পরিষেবার নাম দেওয়া হয়েছে ‘জ়্যোমাটো এভরিডে’। এই নতুন পরিষেবার অন্যতম বড় আরেকটি আকর্ষণ হল খাবারের দাম। ‘জ়্যোমাটো এভরিডে’-তে খাবারের ন্যূনতম দাম শুরু হচ্ছে মাত্র ৮৯ টাকা থেকে। তবে এর মধ্য়ে ডেলিভারি ফি যোগ করা নেই। আপনার যদি জ়্যোমাটো গোল্ড পরিষেবা থাকে, তবে আপনাকে ডেলিভারি ফি-ও দিতে হবে না। আপাতত গুরুগ্রামের নির্দিষ্ট কিছু এলাকাতেই এই পরিষেবা পাওয়া যাবে। পরে তা দেশজুড়ে চালু করা হবে।