Shamsherganj News: বিড়ির গোডাউনের আড়ালে জুয়া!

জুয়াড়িদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৬ লক্ষ ৮৯ হাজার টাকা। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ১১ টি বাইক এবং ২৫ টি মোবাইল। বৃহস্পতিবার সকালে ধৃত জুয়াড়িদের জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। এদিকে জুয়াড়িদের গ্রেপ্তার করার সময় থেকেই পলাতক বাড়ির মালিক আহাসান আলী।

Shamsherganj News: বিড়ির গোডাউনের আড়ালে জুয়া!
| Edited By: | Updated on: Nov 30, 2023 | 4:09 PM

বিড়ির গোডাউনের আড়ালে চলতো রমরমিয়ে জুয়ার কারবার। গোপন সূত্রে খবর পেয়ে সেই বিড়ির গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমান টাকা সহ ২৪ জুয়াড়িকে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় সামশেরগঞ্জ থানার নিমতিতা এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাদের।
জুয়াড়িদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৬ লক্ষ ৮৯ হাজার টাকা। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ১১ টি বাইক এবং ২৫ টি মোবাইল। বৃহস্পতিবার সকালে ধৃত জুয়াড়িদের জঙ্গিপুর আদালতে পাঠায় পুলিশ। এদিকে জুয়াড়িদের গ্রেপ্তার করার সময় থেকেই পলাতক বাড়ির মালিক আহাসান আলী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সামশেরগঞ্জর নিমতিতা এলাকার আহসান আলী নামে এক ব্যক্তির বাড়ির লাগোয়া রয়েছে রামকৃষ্ণ বিড়ি ফ্যাক্টরি। অভিযোগ, সেই বিড়ির ফ্যাক্টরির আড়ালেই চলতো জুয়ার কারবার। বুধবার সন্ধ্যায় বিপুল সংখ্যক ফোর্স নিয়ে সেই গোডাউনে হানা দেয় পুলিশ। তখনই কার্যত গ্রেপ্তার করা হয় জুয়াড়িদের। বাজেয়াপ্ত করা হয় টাকা, মোটর বাইক এবং মোবাইল। যদিও পালিয়ে যায় বাড়ির মালিক আহসান আলী। এদিকে সামশেরগঞ্জে এত বিপুল পরিমাণ টাকা সহ জুয়াড়িদের গ্রেপ্তারের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকায়। জুয়া রোধে বারবার বিভিন্ন প্রান্তে পুলিশের হানার প্রশংসা করেছেন সাধারণ মানুষ।

Follow Us: