Kalna Super Faciality Hospital News: হাসপাতালের বাথরুমে কাপড়়ের ব্যবসা!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 05, 2023 | 11:12 PM

মোটা অংকের টাকার বিনিময়ে এই ঘর দুটি তাকে ভাড়া দিয়েছে সুশান্ত মজুমদার। কিন্তু সরকারি জায়গার টেন্ডার পেয়ে তাও পয়সার বিনিময় বিক্রির অভিযোগ সামনে আসতেই, উঠতে শুরু করেছে প্রশ্ন। এ প্রসঙ্গে সাংসদ সুনীল মণ্ডল তিনি বলেন এইরকম কেউই করতে পারেন না। অবিলম্বে যে টেন্ডার পেয়েছিল তার টেন্ডার ক্যানসেল করে, নতুন দুটি ছেলেকে নিয়োগ করা হবে

কালনা মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালের pay & use জনসাধারণের বাথরুম, পায়খানার মধ্যে চলছে রমরমিয়ে কাপড়,জামার ব্যবসা। আর মহিলা বাথরুমের পাশের জনসাধারণের বিশ্রাম ঘরে রাখা রয়েছে সাইকেল মোটরসাইকেল। ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে কালনা মহকুমা হসপিটালে এসে নিজের সাংসদ তহবিলের অর্থ দিয়ে তৈরি, পায়খানা বাথরুমের এমন চেহারা দেখে রেগে আগুন সংসদ সুনিল মন্ডল। সেখানে দায়িত্বে থাকা এক কর্মীকে ধমক দিতে দেখা যায় সুনীল মণ্ডল কে। অবিলম্বে এই সমস্ত কিছু সরিয়ে নেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। বর্তমানে কালনার রংপাড়ার বাসিন্দা গোকুল মন্ডল এটি চালাচ্ছে। যদিও টেন্ডারে সুশান্ত মজুমদার ওরফে পুটান নামের এক ব্যক্তি এটির টেন্ডার পেয়েছিলেন, অভিযুক্ত গোকুল মণ্ডলের দাবি, মোটা অংকের টাকার বিনিময়ে এই ঘর দুটি তাকে ভাড়া দিয়েছে সুশান্ত মজুমদার। কিন্তু সরকারি জায়গার টেন্ডার পেয়ে তাও পয়সার বিনিময় বিক্রির অভিযোগ সামনে আসতেই, উঠতে শুরু করেছে প্রশ্ন। এ প্রসঙ্গে সাংসদ সুনীল মণ্ডল তিনি বলেন এইরকম কেউই করতে পারেন না। অবিলম্বে যে টেন্ডার পেয়েছিল তার টেন্ডার ক্যানসেল করে, নতুন দুটি ছেলেকে নিয়োগ করা হবে। তারা যেন ২৪ ঘন্টা পরিসেবা দেয় জনসাধারণের জন্য সেটিও দেখা হবে বলে, আশ্বাস দিয়েছেন এদিন তিনি সোমবার।