Indian Tigers And Tigresses: প্রতিভার খোঁজ শুরু হবে খুব শিগগিরি

| Edited By: Moumita Das

Jun 07, 2024 | 7:40 PM

প্রতিভার খোঁজ শুরু হবে খুব শিগগিরি। TV9-এর এই উদ্যোগে হাত মিলিয়েছে জার্মান ফুটবল সংস্থা। তারই প্রেসিডেন্ট বার্নাড নুয়েনডর্ফের সাক্ষাৎকার নিলেন TV9-এর প্রতিনিধি কৌশিক মৌলিক। ভারতীয় ফুটবল থেকে ইউরো কাপ আলোচনায় উঠে এল অনেক কিছু। ভারতীয় ফুটবলকে বিশ্ব আঙিনায় প্রতিষ্ঠা করার যে উদ্যোগ TV9 নিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় সেই ট্যালেন্ট হান্টের শরিক জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। নুয়েনডর্ফ […]

প্রতিভার খোঁজ শুরু হবে খুব শিগগিরি। TV9-এর এই উদ্যোগে হাত মিলিয়েছে জার্মান ফুটবল সংস্থা। তারই প্রেসিডেন্ট বার্নাড নুয়েনডর্ফের সাক্ষাৎকার নিলেন TV9-এর প্রতিনিধি কৌশিক মৌলিক। ভারতীয় ফুটবল থেকে ইউরো কাপ আলোচনায় উঠে এল অনেক কিছু।

ভারতীয় ফুটবলকে বিশ্ব আঙিনায় প্রতিষ্ঠা করার যে উদ্যোগ TV9 নিয়েছে, বিশ্বের সবচেয়ে বড় সেই ট্যালেন্ট হান্টের শরিক জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। নুয়েনডর্ফ আন্তর্জাতিক ক্ষেত্রে কীভাবে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শও। সপ্তাহ খানেক পরেই শুরু হচ্ছে ইউরো কাপ। এবারের আয়োজক জার্মানি। জার্মানি কি এবার খেতাব পাবে? আশার কথা শোনালেন নুয়েনডর্ফ।