Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal SDO in Bhai Phota: দুর্বার পল্লীতে ভাইফোঁটায় হাজির মহকুমার আধিকারিকরা

Ghatal SDO in Bhai Phota: দুর্বার পল্লীতে ভাইফোঁটায় হাজির মহকুমার আধিকারিকরা

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Nov 15, 2023 | 6:12 PM

ভাইফোঁটার দিনে দুর্বার পল্লীতে পৌঁছে দুর্বার মহিলাদের হাত থেকে ফোঁটা নিলেন ঘাটালের মহকুমা শাসক সহ ঘাটাল মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা।

ভাইফোঁটার দিনে দুর্বার পল্লীতে পৌঁছে দুর্বার মহিলাদের হাত থেকে ফোঁটা নিলেন ঘাটালের মহকুমা শাসক সহ ঘাটাল মহকুমা প্রশাসনের বিভিন্ন আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা।

সকলেই বলছেন ছোটবেলাতে তারা হারিয়েছে পরিবার, তাই ভুলতে বসেছিল ভাইফোঁটা, আর সেই পুরনো স্মৃতি আবার ফিরে পেয়ে চোখের কোনে ওদের জল। বুধবার সকাল থেকে বাড়ি ঘর পরিষ্কার করে প্রদীপ জ্বালিয়ে শাঁক নিয়ে মিষ্টির থালা সাজিয়ে ওরা বসেছিল ভাইদের অপেক্ষায় পশ্চিম মেদিনীপুর জেলায় ঘাটালের বিবেকানন্দ মোড়ের দুর্বার পল্লীর মহিলারা। একটু পরেই আসলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস, ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শঙ্কর দোলই থেকে শুরু কর এলাকার বহু গুনিজনেরা।

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের। দুর্বার পল্লীর মহিলাদের কাছে ভাইফোঁটা নিতে। আসার পরে বেশ কিছুক্ষণ কথা বার্তা হয় ভাই বোনেদের সাথে, তারপরে সমস্ত রীতিনীতি মেনে ওরা মনে মনে উচ্চারণ করলেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। তার পর ধান দূর্বা মাথায় ছিটিয়ে ভাইয়েদের দীর্ঘ আয়ু কামনা করেন, যাতে বছর বছর ভাইয়েদের কপালা ফোঁটা দিতে পারে দিদিরা। আমাদের ভাইয়েরা যেন চিরসুখী হয়। আর ভাই রাও ফোঁটা নিয়ে দিদিদের অন্তর থেকে আশীর্বাদ করলেন।

ঘাটাল মহকুমাপ্রশাসন ও রেডক্রস সোসাইটি উদ্যোগে এই আয়োজন। ভাইয়েরাও দিদিদের হাতে তুলে দিলেন উপহার। কিন্তু দিদিরা জানালেন না-পাওয়ার প্রচুর যন্ত্রণা আছে, প্রতিনিয়ত কষ্টে দিন কাটে, কিন্তু শত কষ্ট কে চাপা রেখে আজ আনন্দ পেলাম। এ আনন্দ ভুলবার নয়, আমরা চাই প্রতি বছর আসুক এই দিনটি। এককথায় দুর্বার পল্লী মহিলারা কিছুক্ষণের জন্য আজ চরম আনন্দে মেতে উঠেছিলেন।

Published on: Nov 15, 2023 05:57 PM