Global Warming: বাতাসে বাড়ছে বরফ, কমছে জলীয় বাষ্প! আর তাতেই আরও গরম হচ্ছে আমাদের পৃথিবী!

Dec 09, 2025 | 12:20 PM

Antarctica: আসলে অ্যান্টার্কটিকায় এমনিই ধুলো নেই। আর সেই কারণেই ওখানের মেঘগুলো তৈরি হয় তরল জল দিয়েই। মানে আমাদের সাধারণ মেঘের তুলনায় খানিকটা আলাদা। আর মেঘে এই জলের পরিমাণের জন্যই এই ধরনের মেঘ সূর্যের আলোকে প্রতিফলিত করে পাঠিয়ে দিতে পারে মহাশূন্যে। ফলে, ঠান্ডা থাকে অ্যান্টার্কটিকা।

বিপদ বাড়ছে অ্যান্টার্কটিকার। তবে এই বিপদ শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে অ্যান্টার্কটিকায়, এমনটা নয়। সেই বিপদের আঁচ এসে পড়বে আমার, আপনার উপরও। জার্মানির বিজ্ঞানীদের গবেষণা থেকে পাওয়া তথ্যে ভয় ধরছে সকলের মনে।

আসলে অ্যান্টার্কটিকায় এমনিই ধুলো নেই। আর সেই কারণেই ওখানের মেঘগুলো তৈরি হয় তরল জল দিয়েই। মানে আমাদের সাধারণ মেঘের তুলনায় খানিকটা আলাদা। আর মেঘে এই জলের পরিমাণের জন্যই এই ধরনের মেঘ সূর্যের আলোকে প্রতিফলিত করে পাঠিয়ে দিতে পারে মহাশূন্যে। ফলে, ঠান্ডা থাকে অ্যান্টার্কটিকা। আর এবার সেই ভারসাম্য নষ্ট হচ্ছে।

বিশ্ব উষ্ণায়নের জন্য বাড়ছে ধুলোর পরিমাণ। ফলে অ্যান্টার্কটিকার মেঘেও জমছে ধুলো। আর সেই কারণেই কমছে মেঘের প্রতিফলন ক্ষমতা। আর এমন হওয়ায় আরও বাড়ছে বিশ্ব উষ্ণায়ন। আর এভাবেই শুরু হচ্ছে একটা চক্র।

Published on: Dec 09, 2025 12:20 PM