Pet Care: পোষ্যর সঙ্গে এসিতে ঘুম! বাড়বে, বিপদ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Apr 21, 2023 | 5:28 PM

পোষ্যদের যাতে গরমে কষ্ট না হয়, তার জন্য এসি প্রায় সারাক্ষণই চালিয়ে রাখেন মালিকেরা। রাত্রে এসি ঘরে তাঁরা পোষ্যকে সঙ্গে নিয়েই ঘুমোতে যান। বিপদ বাড়াচ্ছেন, জানেন কি?

পোষ্যদের যাতে গরমে কষ্ট না হয়, তার জন্য এসি প্রায় সারাক্ষণই চালিয়ে রাখেন মালিকেরা। রাত্রে এসি ঘরে তাঁরা পোষ্যকে সঙ্গে নিয়েই ঘুমোতে যান। হিট স্ট্রোক যেমন মানুষকে আঘাত করে তেমনই বাড়িতে থাকা পোষ্যদেরও আঘাত করে। সেই সঙ্গে পোষ্যদেরও বাড়ে ডায়ারিয়া,ডিহাইড্রেশনের ঝুঁকি। যে সব পোষ্য শীতাতপনিয়ন্ত্রিত আর্দ্র পরিবেশে মানিয়ে নিতে পারে, তাদের জন্য এসি ভাল। বুল ডগ,পাগের ক্ষেত্রে এসি-র প্রয়োজনীয়তা রয়েছে। তবে সবার ক্ষেত্রে এই এসি কিন্তু মোটেই ভাল নয়। অ্যালার্জির প্রবণতা বাড়ে। যে কোনও রকম পোষ্যকে নিয়ে যদি এক ঘরে বা এক বিছানাতে ঘুমোন তাহলে হাঁচি,শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে। গবেষণায় দেখা গিয়েছে পোষ্য যদি একই বিছানায় ঘুমোন তাহলে ঘুমের উপর নেতিবাচক প্রভাব পড়ে। পোষ্যকে সঙ্গে নিয়ে ঘুমোলে ক্যাচ স্ক্র্যাচ রোগের ঝুঁকি বাড়ে। এটি একরকমের ব্যাকটেরিয়া সংক্রমণ যা বেড়ালের আঁচড় থেকে হয়। বেড়াল যদি খেলার ছলে বা ভুল করে আঁচড় দিয়ে বসে তাহলে মুশকিল। বেড়ালকে নিয়ে ভুল করেও রাতে একসঙ্গে ঘুমোতে যাবেন না।