Rishra Seva Sadan News: সেবাসদন আজ ৫০ বেডের হাসপাতাল

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Aug 18, 2023 | 8:03 PM

আউটডোর পরিষেবার সাথে আল্টা শোনোগ্রাফি এক্সরে প্যাথলজি চালুর সাথে সাথে দরকারে ছোট খাটো অস্ত্রপচার করার ব্যবস্থা থাকছে। এই হাসপাতালে কয়েকটি যন্ত্র বাসানো হবে।চলতি বছরের শেষে অথবা আগামী বছরের প্রথমে রিষড়া বাসির জন্য হাসপাতাল খুলে দেওয়া হবে

পঞ্চাশ বেডের হাসপাতাল হয়ে নব রূপে চালু হবে রিষড়া সেবা সদন।পরিষেবা মিলবে আউটডোর ও ইনডোরে।রিষড়া পুরসভা এবং রিষড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারদের চিকিৎসার জন্য আর দূরে যেতে হবে না।আজ একটি উচ্চ পর্যায়ের কমিটি রিষড়া সেবাসদন পরিদর্শন করে।স্বাস্থ্য দপ্তর ,জেলা প্রশাসন, সুডা, কেএমডিএ, পূর্ত দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা সেবা সদন পরিদর্শন করেন।জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক টি মুস্তাফি জানান সেবা সদনের পুরো ভবনটাই আমরা চেয়েছিলাম এক সাথে চালু করতে।কিছু সমস্যা থাকায় তা সম্ভব হচ্ছে না।প্রথম ধাপে রাজ্য সরকার পঞ্চাশ বেডের হাসপাতাল করার অনুমতি দিয়েছে।আউটডোর পরিষেবার সাথে আল্টা শোনোগ্রাফি এক্সরে প্যাথলজি চালুর সাথে সাথে দরকারে ছোট খাটো অস্ত্রপচার করার ব্যবস্থা থাকছে। এই হাসপাতালে কয়েকটি যন্ত্র বাসানো হবে।চলতি বছরের শেষে অথবা আগামী বছরের প্রথমে রিষড়া বাসির জন্য হাসপাতাল খুলে দেওয়া হবে।স্বাস্থ্য দপ্তরের এক আধিকারি জানান, মুখ্যমন্ত্রী চাইছেন যেন দ্রুত সেবাসদন চালু হয়।এই হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকবে রিষড়া পুরসভা। রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র বলেন, আইনি কিছু সমস্যার জন্য এতোদিন সেবাসদন চালু করা যায়নি।এই সমস্যা দূর হয়েছে সাংসদ বিধায়কের চেষ্টায় মুখ্যমন্ত্রীর ইচ্ছায়। এই হাসপাতালে বিনা পয়সায় মানুষ চিকিৎসা পাবেন। রিষাড় সেবা সদনে এক সময় বহু মানুষ চিকিৎসা পেতেন।চোখ অস্থির মত বিশেষজ্ঞ চিকিৎসক থাকায় খুব ভালো চিকিৎসা হত।হাওড়া বর্ধমান মেন লাইন এবং রিষড়া স্টেশনের পাশে হওয়ায় বাইরে থেকেও বহু মানুষ চিকিৎসা নিতে আসতেন। সেই হাসপাতাল এক সময় বন্ধ হয়ে যায়।এর পর নানা ভাবে চেষ্টা হয়েছে সেবা সদন খোলেনি।করোনার সময় আইসোলেশান ওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়।আবার সাধারন হাসপাতাল হয়ে নব রূপে আত্মপ্রকাশ করবে। অপেক্ষা আর কয়েক মাস।।