শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ির পাশেই এটা কী হল?
Shantiniketan: অভিযোগ, নেশাগ্রস্ত কয়েকজন স্থানীয় যুবক আচমকাই একটি মোমো দোকানে ঢুকে প্রথমে দোকানে বসার জায়গা সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। অন্য এক মেলায় চাঁদা না দেওয়ার কারণে এখানে এসে মারধর করে। ব্যবসা করতে না দেওয়ার হুমকি, প্রাণে মেরে ফেরার হুমকি দেয় অভিযুক্তরা।
অমর্ত্য সেনের বাড়ির একদম পাশেই দুষ্কৃতীদের তাণ্ডব। মোমোর দোকানে ঢুকে দুই ভাইকে পিটিয়ে জখম করল দুষ্কৃতীরা, দিল প্রাণে মেরে ফেলার হুমকি। শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ির পাশেই বুধবার সন্ধ্যায় দুষ্কৃতীদের তাণ্ডব চলে। অভিযোগ, নেশাগ্রস্ত কয়েকজন স্থানীয় যুবক আচমকাই একটি মোমো দোকানে ঢুকে প্রথমে দোকানে বসার জায়গা সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। অন্য এক মেলায় চাঁদা না দেওয়ার কারণে এখানে এসে মারধর করে। ব্যবসা করতে না দেওয়ার হুমকি, প্রাণে মেরে ফেরার হুমকি দেয় অভিযুক্তরা। এরপর প্রতিবাদ করতেই শুরু হয় বেধড়ক মারধর। দুই দোকানদার ভাইকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এসে কিল-চড়-লাথি মারা হয়। অভিযোগ, তাদের জামা-প্যান্ট ছিঁড়ে ফেলা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনায় দুই ভাইই গুরুতর আহত হন।