Amitabh Bachchan: গাড়ি, বাংলো, জেট, কত সম্পদ বচ্চনের?
৮১ বছর বয়সেও অমিতাভ বচ্চন ভারতের সুপারস্টার। তাঁর ব্যারিটোন ভয়েস অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে এখন ভারতের দৈনন্দিন জীবনযাত্রার অঙ্গ। ১৯৬৯ বলিউডে যাত্রা শুরু বিগ বি র। অর্ধ শতাব্দী পরেও তিনি অভিনয় আর টেলিভিশন সঞ্চালনা করে যাচ্ছেন। আসছে তাঁর 'কল্কি ২৮৯৮ এডি' ও 'গণপথ: এ হিরো ইজ বর্ন'।
৮১ বছর বয়সেও অমিতাভ বচ্চন ভারতের সুপারস্টার। তাঁর ব্যারিটোন ভয়েস অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে এখন ভারতের দৈনন্দিন জীবনযাত্রার অঙ্গ। ১৯৬৯ বলিউডে যাত্রা শুরু বিগ বি র। অর্ধ শতাব্দী পরেও তিনি অভিনয় আর টেলিভিশন সঞ্চালনা করে যাচ্ছেন। আসছে তাঁর ‘কল্কি ২৮৯৮ এডি’ ও ‘গণপথ: এ হিরো ইজ বর্ন’। জানেন তাঁর সম্পত্তির পরিমাণ?
একটি রিপোর্ট অনুসারে মোট ৩,১৯০ কোটি টাকার সম্পত্তি অমিতাভ বচ্চনের। তার সঙ্গে আছে ১১২ কোটি টাকার বিলাস বহুল বাড়ি জলসা। আছে বেশ কিছু চোখ ধাঁধানো গাড়ির সংগ্রহ। ৯ কোটির রোলস রয়েস ফ্যান্টম, ৪ কোটির বেন্টলি কন্টিনেন্টাল জিটি। ৩ কোটির রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি, ২.৫ কোটির লেক্সাস এলএক্স৫৭০ ও ২ কোটি অডি A8L । আছে ২৬০ কোটি টাকার বিলাসবহুল একটি প্রাইভেট জেট। বিনিয়োগ আছে রিয়েল এস্টেটে। এর সঙ্গে আছে সিনেমা ও বিভিন্ন ব্র্যান্ডের এনডর্সমেন্ট। বিউটি প্রোডাক্ট চকোলেট সহ্য বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসেডর তিনি। সিনেমা প্রতি গড়ে ৬ কোটি পারিশ্রমিক নেন অমিতাভ। ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবা ছবিতে তাঁর পারিশ্রমিক ছিল ৮ থেকে ১০ কোটি টাকা।

