মাইক্রো অবজার্ভার হবেন সরকারি অফিসাররাই: কমিশন
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, মাইক্রো অবজারভারদের থাকায় হিয়ারিংয়ে কোন ওয়েব ক্যাম বা সিসিটিভি থাকবে না। আগামী ২৪ ডিসেম্বর মাইক্রো অবজারভারদের ট্রেনিং দেবে কমিশন। জানা যাচ্ছে, ভাল কাজের জন্য ৬০০ জন বিএলও-কে সম্মান দেবে কমিশন। ইতিমধ্যেই আবার শোকজ করা AERO-দের ডেকে পাঠিয়েছে কমিশন।
কলকাতা: খসড়া তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা যাবেন হিয়ারিংয়ে। দেখাতে হবে উপযুক্ত নথি, যাতে তাঁরা প্রমাণ করতে পারেন তাঁরা এদেশেরই নাগরিক। এতদিন এটা সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। কিন্তু কবে থেকে হিয়ারিং অর্থাৎ শুনানি শুরু, সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। এবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানা গেল, ২৬-২৭ ডিসেম্বর থেকেই শুরু হবে শুনানি। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, মাইক্রো অবজারভারদের থাকায় হিয়ারিংয়ে কোন ওয়েব ক্যাম বা সিসিটিভি থাকবে না। আগামী ২৪ ডিসেম্বর মাইক্রো অবজারভারদের ট্রেনিং দেবে কমিশন। জানা যাচ্ছে, ভাল কাজের জন্য ৬০০ জন বিএলও-কে সম্মান দেবে কমিশন। ইতিমধ্যেই আবার শোকজ করা AERO-দের ডেকে পাঠিয়েছে কমিশন।
