Government Say ‘No’ to DeepSeek: ডিপসিকে ‘না’ কেন্দ্রের, চিনা আগ্রাসন ঠেকাতে নয়া পদক্ষেপ ভারতের!
DeepSeek: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করলে বিভিন্ন ধরণের সরকারি ও গোপন তথ্য অন্য দেশের কাছে চলে যাওয়ার ঝুঁকি অত্যন্ত বেড়ে যাবে। আগেই ডিপসিকের উপর এই ধরণের বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলিয়া ও ইতালির সরকার।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক সমস্ত কর্মীদের নির্দেশ দিয়েছে যে অফিসের কোনও কাজে চ্যাট জিপিটি বা ডিপসিকের মতো কোনও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার না করতে। কারণ এই ধরণের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টুল ব্যবহার করলে বিভিন্ন ধরণের সরকারি ও গোপন তথ্য অন্য দেশের কাছে চলে যাওয়ার ঝুঁকি অত্যন্ত বেড়ে যাবে। আগেই ডিপসিকের উপর এই ধরণের বিধিনিষেধ আরোপ করেছে অস্ট্রেলিয়া ও ইতালির সরকার।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
Published on: Feb 05, 2025 08:12 PM