Cooch Behar Duare Doctor: এবার দুয়ারে ডাক্তার
দুয়ারে সরকারের পর এবার রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ দুয়ারে ডাক্তার। সিতাই বিধানসভা কেন্দ্রের সিতাই ব্লক হাসপাতালে আজকের রাজ্য সরকারের এই কর্মসূচি পালন করা হচ্ছে।
দুয়ারে সরকারের পর এবার রাজ্য সরকারের বিশেষ উদ্যোগ দুয়ারে ডাক্তার। সিতাই বিধানসভা কেন্দ্রের সিতাই ব্লক হাসপাতালে আজকের রাজ্য সরকারের এই কর্মসূচি পালন করা হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন বিভাগের ডাক্তার বাবুরা বসেছেন রোগী দেখতে। সিতাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষ যারা ডাক্তার দেখাতে ইচ্ছুক তারা সকলেই দুয়ারে ডাক্তার পরিষেবা নিতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন। এদিন পরিসেবা চলাকালীন সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়া সেখানে পরিদর্শনে যান। এরপর জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া ডাক্তার বাবু ও রোগীদের সাথেও কথা বলেন। পরিষেবা নিয়ে সাধারণ মানুষের কি মন্তব্য তাও শোনেন তিনি। জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের পরিচালনায় দুয়ারে সরকারের মতোই দুয়ারে ডাক্তার পরিষেবা শুরু করা হয়েছে। এই পরিষেধায় কোচবিহার এম. জে.এন মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধানে ডাক্তার বাবুরা দিনহাটার বিভিন্ন ব্লকে এসে রোগীদের পরিষেবা দেবেন। মাসে একবার এই পরিষেবা দেওয়া হবে। এই পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষ।