Graffiti by Journalist: পেশাগত চরম চাপ কাটাতে কী করেন এই সাংবাদিক!
শুরুতে দেওয়াল-ক্যানভাসে কাঠ কয়লা আর ইঁট দিয়ে এই বেনে বউ পাখিটা এঁকেছিলেন তিনি। তারপর অ্যাক্রিলিক রঙে তৈরি হল বাকি পাখিরা। তবে এত পাখির ভিড়ে নীলাঞ্জনের প্রিয় পাখি কিন্তু কাক।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সফল সাংবাদিক নীলাঞ্জন চৌধুরী সংবাদ সংগ্রহের প্রয়োজনে ঘুরেছেন পৃথিবীর বিভিন্ন দেশে। দেখেছেন বহু ঘটনাপ্রবাহ। রাজনৈতিক পট পরিবর্তন থেকে যুদ্ধ পরিস্থিতি, গণ আন্দোলন থেকে প্রাকৃতিক বিপর্যয়। তিনি চরম পেশাগত চাপের মুহূর্তে তুলে নেন স্কেচ বুক। নিউজ ফিডের আক্রান্ত চরিত্ররা ধরা দেয় আরও কাছ থেকে। তাঁর স্বতন্ত্র কর্মপন্থা তৈরি করেছে এই দারুণ অভ্যাস। কমেছে মানসিক ও শারীরিক চাপ। কাজের ছুটির দিনগুলো ব্যবহার করে এখন ভরে উঠেছে তাঁর চিলেকোঠার দেওয়াল। পাখিদের এই সমাবেশে জাতীয় পাখি ময়ূর,প্যারাডাইস ফ্লাই ক্যাচার, মাছরাঙা, বক, পেঁচা আর চিলরা আছে। শুরুতে দেওয়াল-ক্যানভাসে কাঠ কয়লা আর ইঁট দিয়ে এই বেনে বউ পাখিটা এঁকেছিলেন তিনি। তারপর অ্যাক্রিলিক রঙে তৈরি হল বাকি পাখিরা। তবে এত পাখির ভিড়ে নীলাঞ্জনের প্রিয় পাখি কিন্তু কাক। নাগরিক সেই অনভিজাত লড়াকু পাখিটার প্রতি দেশ ও দুনিয়া ঘোরা পোড় খাওয়া সাংবাদিক ও শিল্পীর এক দারুণ টান। যেন আমাদের দৈনন্দিন লড়াই আর রক্ত ঘাম শ্রমের প্রতীক। মন ভাল রাখার এক রঙিন গল্প দেখুন এই ভিডিয়োয়।