Venice Canal Water Colour: রং পাল্টে ভেনিসে জল এখন সবুজ!

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 04, 2023 | 11:11 AM

ভেনিসে ঘটল এক অবাক কান্ড। হঠাৎই বদলে গেল খালের জলের রং। খালের জলের রং হয়ে গেছে সবুজ। ক্যানেল দিয়ে বয়ে যচ্ছে সবুজ রং এর জল। এই দেখে এলাকাবাসী অবাক হয়ে গেছেন। কিন্তু কীভাবে বদলে গেল এই রং?

ভেনিসে ঘটল এক অবাক কান্ড। হঠাৎই বদলে গেল খালের জলের রং। খালের জলের রং হয়ে গেছে সবুজ। ক্যানেল দিয়ে বয়ে যচ্ছে সবুজ রং এর জল। এই দেখে এলাকাবাসী অবাক হয়ে গেছেন। কিন্তু কীভাবে বদলে গেল এই রং? পরিবেশরক্ষাকারী সংগ্রহ করেছে এই জলের নমুনা। পরীক্ষা করা হবে এই জলের নমুনা। ট্রেভি ফোয়ার জলের রং কালো হয়ে যায় কিছু দিন আগে। পরে জানা যায়, পরিবেশকর্মীরা লাগিয়ে দিয়েছিলেন উদ্ভিজ্জ গোত্রের রং। তারপরই জলের রং কালো মনে হয় সবার। ভেনিসের ঘটনার ব্যপারে একনও কিছু জানা যায়নি। ভেনিসের এই খাল খুবই বিখ্যাত। অনেক ছোট ছোট নৌকা চলাচল করে। একে বলা হয় ‘গন্ডোলা’। এখন ‘গন্ডোলা’ চালানো বন্ধ রয়েছে। রিয়াল্টো সেতুতে অনেক শ্যুটিংও করা হয়েছে।