Greenless Dhupguri: সবুজহীন হচ্ছে ধূপগুড়ি?

Greenless Dhupguri: সবুজহীন হচ্ছে ধূপগুড়ি?

| Edited By: Tapasi Dutta

Nov 27, 2023 | 7:00 PM

সবুজায়নের লক্ষ্যে ধূপগুড়ি পৌরসভার তরফে গ্রিন ধুপগুড়ি, ক্লিন ধুপগুড়ি স্লোগান কে সামনে রেখে শহর জুড়ে লাগানো হয়েছিল বহু ঘাট সুন্দর সৌন্দর্যায়নের লক্ষ্যে। আর সেই ধূপগুড়িতেই ধ্বংস হয়ে যাচ্ছে সবুজের , পরিচর্যার অভাবে ধূপগুড়ি পৌরসভার লাগানো হাজার হাজার গাছ প্রাণ হারাতে বসেছে।

সবুজায়নের লক্ষ্যে ধূপগুড়ি পৌরসভার তরফে গ্রিন ধুপগুড়ি, ক্লিন ধুপগুড়ি স্লোগান কে সামনে রেখে শহর জুড়ে লাগানো হয়েছিল বহু ঘাট সুন্দর সৌন্দর্যায়নের লক্ষ্যে। আর সেই ধূপগুড়িতেই ধ্বংস হয়ে যাচ্ছে সবুজের , পরিচর্যার অভাবে ধূপগুড়ি পৌরসভার লাগানো হাজার হাজার গাছ প্রাণ হারাতে বসেছে। যাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক প্রশ্নো উঠছে পৌরসভা নজরদারি এবং ভূমিকা নিয়ে।

ধূপগুড়ি শহরের ট্রাফিক চৌপথি থেকে ফালাকাটা গামী যে জাতীয় সড়ক রয়েছে,সেই রাস্তার মাঝ বরাবর ডিভাইডার এর মধ্যে পৌরসভার তরফে লাগানো হয়েছিল গাছ,যা পরিচর্যার অভাবে এবং জল না দেওয়ার কারণে মারা যাচ্ছে। এই নিয়ে পৌরসভার বিরুদ্ধে তোক দেগেছে বিজেপি,শুর চড়িয়েছে খোদ শাসক দলের প্রাক্তন কাউন্সিলর তথা প্রশাসক বোর্ডের সদস্য অরূপ দে।যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সবুজায়নের লক্ষ্যে গাছ লাগানোর বার্তা দিয়েছেন। যেখানে বরাবরই বলা হয় গ্রীন ধূপগুড়ি, ক্লিন ধূপগুড়ি।সেখানে দাঁড়িয়ে পরিচর্যার অভাবে ধ্বংস হচ্ছে সবুজ, জলের অভাবে প্রাণ হারাতে বসেছে ডিভাইডারের মাঝে লাগানো পৌরসভার গাছ।

কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি,বিজেপি নেতা চন্দন দত্তের অভিযোগ যখন গাছগুলো লাগানো হয় তখন নিয়মিত জল দেওয়ার কথা, সে ক্ষেত্রে জল দিতে না পারলে তারা আমাদের বলুক, আমরা জলের ব্যবস্থাটুকু করে দেবো গাছগুলির প্রাণ রক্ষার তাগিদে, অন্যদিকে ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অরূপ দে বলেন জলের অভাবে মারা যাচ্ছে গাছগুলি, গাছগুলোতে নিয়মিত জল দেওয়ার কথা তিনি মেনে নেন এবং তিনি জানান এই বিষয়টি পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের উদ্যোগ নেওয়ার কথা, সেক্ষেত্রে আমি বিষয়টি জানাবো, প্রয়োজনে আমি নিজেই জল দেওয়ার ব্যবস্থা করব।