#HaatSafeRakho : টিভি নাইন আর বিসলেরির যৌথ উদ্যোগ, সচেতনতার বার্তা

| Edited By: সৌরভ পাল

Jul 17, 2021 | 12:56 PM

দেশের ৪৫০ টি টিকাকরণ কেন্দ্রে সতর্কবার্তা দেবে এই ভ্যান।

#হাতসেফরাখো । অভিনব এই প্রচেষ্টা শুরু হয়েছে টিভি নাইন এবং বিসলেরির যৌথ উদ্যোগে। এই প্রচেষ্টায় আমাদের ১১ টি ভ্যান, দেশের ১১ টি শহরে ঘুরবে। দেশের ৪৫০ টি টিকাকরণ কেন্দ্রে সতর্কবার্তা দেবে এই ভ্যান। করোনাকালে কোভিড বিধি মেনে চলা কতটা জরুরি সেই বার্তাই দেব আমরা। আজ থেকেই শুরু হচ্ছে এই প্রচার। কী এই প্রচার, দেখে নিন।

Published on: Jul 17, 2021 12:52 PM