Hanshika Motwani: বারবার বিতর্কের মাঝে উঠে এসেছেন এই অভিনেত্রী, ফের শিরোনামে হনসিকা
সিনেপাড়ায় একাধিক গুঞ্জন তাঁকে নিয়ে। সেসব বিতর্কে উঠে আসতে দেখা যায় হনসিকার মায়ের নাম। ডিসেম্বর ২০২২-এ বিয়ের পিঁড়িতে বসেছিলেন হনসিকা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর।
হনসিকা মতওয়ানি, বারে বারে যে অভিনেত্রীর নাম উঠে এসেছে বিতর্কে। হৃত্বিক রোশনের ছবিতে হাতেখড়ি হলেও বলিউডে পসার জমাতে পারেননি তিনি। সিনেপাড়ায় একাধিক গুঞ্জন তাঁকে নিয়ে। সেসব বিতর্কে উঠে আসতে দেখা যায় হনসিকার মায়ের নাম। ডিসেম্বর ২০২২-এ বিয়ের পিঁড়িতে বসেছিলেন হনসিকা। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। সোহেল কাঠুরিয়াকে বিয়ে করেন তিনি। তবে সেখানেও বিতর্কে অভিনেত্রীর মা। পাত্র পক্ষের থেকে নাকি মোটা অঙ্কের টাকা দাবি করে বসেছিলেন তিনি! সম্প্রতি ‘লাভ শাদি ড্রামা’র এপিসোডে হনসিকার মা এই প্রসঙ্গে মুখ খোলেন। তিনি নিজেই স্বীকার করে নেন যে তিনি পাত্র পক্ষের থেকে টাকা দাবি করেছিলেন । ঠিক কী ঘটে? হনসিকার মা বলেন তাঁরা ভীষণ নিয়ম নিষ্ঠ । কিন্তু কাঠুরিয়ারা মোটেও সময় সম্পর্কে সচেতন নয়। তাই তিনি হুমকি দেন পাত্র পক্ষকে, বিয়ের দিন সঠিক সময় না এলে, মিনিট পিছু ৫ লাখ টাকা করে নেবেন তিনি। বিয়ের সময় ছিল বিকেল সাড়ে চারটে থেকে যাতে সকলে সঠিক সময় আসে তাই তিনি এমন বলেন । তবে এই প্রথম নয়, অতীতেও মায়ের কারণে খবরের শিরোনামে আসেন হনসিকা। মাত্র ১২ বছর বয়সে হৃত্বিক রোশনের ছবিতে কাজ পান হনসিকা। কিন্তু তার চার বছরের মধ্যেই পরিণত ফিগার হয় তাঁর। মাত্র ১৬ বছর বয়সে ২০ বছরের বেশির মতো লুকেই ধরা দেন তিনি। জল্পনা ছড়ায় তাঁর মা নাকি রীতিমত হরমোন বৃদ্ধির ইঞ্জেকশন দেওয়া শুরু করেন। যাতে বলিউডে যোগাযোগ থাকতে থাকতেই মেয়ে দ্রুত অভিনেত্রী হয়ে ওঠে।