Hooghly Ghost House: শব্দ ভূতের আতঙ্ক এই গ্রামে!

পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ভুয়াগাছি গ্রামের উত্তম বিশ্বাসের বাড়িতে মহালয়ার পরদিন থেকে শব্দ হচ্ছে। থান ইট ফেলে দিলে বা কেউ ছুঁড়ে মারলে যেমন শব্দ হয় তেমন শব্দ। সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হলে শব্দও বাড়তে থাকে। কে করছে এই শব্দ কোথা থেকেই বা হচ্ছে তা খুঁজে দেখার চেষ্টা করেও পাননি ওই বাড়ির লোকজন।

Hooghly Ghost House: শব্দ ভূতের আতঙ্ক এই গ্রামে!
| Edited By: | Updated on: Nov 06, 2023 | 5:34 PM

পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের ভুয়াগাছি গ্রামের উত্তম বিশ্বাসের বাড়িতে মহালয়ার পরদিন থেকে শব্দ হচ্ছে।থান ইট ফেলে দিলে বা কেউ ছুঁড়ে মারলে যেমন শব্দ হয় তেমন শব্দ।সন্ধা পেরিয়ে রাত গভীর হলে শব্দও বাড়তে থাকে।কে করছে এই শব্দ কোথা থেকেই বা হচ্ছে তা খুঁজে দেখার চেষ্টা করেও পাননি ওই বাড়ির লোকজন। প্রতিবেশিরাও শব্দের কথা শুনেছেন।তবে শব্দের উৎস খুঁজে পাননি।

কোনো ভূত প্রেত ভয় দেখাতে এমন শব্দ করছে কিনা তা নিয়ে চিন্তা আর আতঙ্কে দিন কাটে পরিবারের।ওঝা গুণিনের সাথেও কথা বলে।ব্যান্ডেল বাজারে মুরগি বিক্রি করতে যান ভাটুয়া গ্রামের এক ব্যাক্তি।তার সঙ্গে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য সন্দীপ সিংহের দেখা হয়।ঘটনা শুনে বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা গত শুক্রবার ভাটুয়া গ্রামে যান।

কথা বলেন উত্তম বিশ্বাসের পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে।উত্তম ও তার স্ত্রী পূর্নীমা জানান,দেওয়ালে জোরে ইট ঠুকলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে।সেই শব্দের রেশ অনেক ক্ষন থাকছে।আমরা ছাদে গিয়ে দেখিছি বাড়ির চারিদিকেও ঘুরে কাউকে দেখতে পাইনি।রাত হলেই শব্দ বাড়ে। অনেকেই ভয়ে আছেন।অনেকেই মনে করছেন অশরীরী কিছু ওই বাড়িতে ভর করেছে।শব্দ ভূত কেন ওই বাড়িতে রাতে আসছে তা অবশ্য জানা নেই তাদের।বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা জানান,ভূত প্রেত না কেউ অসৎ উদ্দেশ্যে এমন করছে।বিজ্ঞান মঞ্চ যাবে এই খবর পেয়েই শব্দ কিছুটা কমেছে।তবে এখনো রাত গভীরে হঠাৎ হঠাৎ শব্দে ঘুম ভাঙছে পরিবারের সদস্যদের।সন্দীপ বলেন,মানুষের কুসংস্কার দূর করতে আবারও ওই বাড়িতে ওই গ্রামে যাবে বিজ্ঞান মঞ্চ।।

Follow Us: