Shantanu on Abhishek: ‘রাজনৈতিক বক্তব্য রেখেছে, তাই ধিক্কার’, অভিষেক প্রসঙ্গে বিস্ফোরক শান্তনু ঠাকুর!

| Edited By: জয়দীপ দাস

Jan 09, 2026 | 9:34 PM

Shantanu Thakur: সরাসরি ময়দানে নেমে শান্তনু ঠাকুরের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দির প্রাঙ্গণে এসে রাজনৈতিক বক্তব্য রেখেছেন এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন। তাঁর দাবি, শাসক শিবিরের নেতার আগমনে মন্দির অপবিত্র হয়ে গিয়েছিল, আর সেই ‘পাপ’ মোচন করতেই এই শুদ্ধিকরণ করা হয়।

ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের পরেই নজিরবিহীনভাবে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মন্দির চত্বর ত্যাগ করতেই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের অনুগামীরা ধিক্কার স্লোগান দিতে শুরু করেন। মন্দিরের পবিত্রতা রক্ষায় ‘কামনা সাগরের’ জল এবং গোবর জল দিয়ে মন্দির চত্বর ও সংলগ্ন রাস্তা ধোয়ার কাজ শুরু হয়ে যায়। এই ঘটনায় সরাসরি ময়দানে নেমে শান্তনু ঠাকুরের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্দির প্রাঙ্গণে এসে রাজনৈতিক বক্তব্য রেখেছেন এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন। তাঁর দাবি, শাসক শিবিরের নেতার আগমনে মন্দির অপবিত্র হয়ে গিয়েছিল, আর সেই ‘পাপ’ মোচন করতেই এই শুদ্ধিকরণ করা হয়।

Published on: Jan 09, 2026 09:04 PM