Health Problems For Curd: টক দইয়ের সঙ্গে এই খাবারে বাড়বে বিপদ
এই গরমে শরীরকে ভাল রাখতে অনেকেই টক দই খান। টক দই খেলে হজম খুব সহজে হয়। এছাড়াও টক দই খেলে শরীর ঠান্ডা থাকে। টক দইয়ের সঙ্গে বেশ কিছু খাবার খাওয়া ভাল না।
এই গরমে শরীরকে ভাল রাখতে অনেকেই টক দই খান। টক দই খেলে হজম খুব সহজে হয়। এছাড়াও টক দই খেলে শরীর ঠান্ডা থাকে। টক দইয়ের সঙ্গে বেশ কিছু খাবার খাওয়া ভাল না। অনেকেই পরোটার সঙ্গে টক দই খান। ভাজাভুজির সঙ্গে টক দই খাওয়া ভাল না। অনেকেই আছেন, যাঁরা টক দইয়ের সঙ্গে পাকা আম খান। এই খাবার খেলে পেটের গণ্ডগোলের সমস্যা হবে ।
এমনকি আপনার গ্যাস-অম্বলের সমস্যাও বাড়াবে। টক দইয়ের সঙ্গে খেতে পারেন কলা, স্ট্রবেরি ফল। রায়তার সঙ্গে পেঁয়াজ খাওয়া ভাল না। আপনার ত্বকের সমস্যা হতে পারে এই খাবার খেলে। অনেকেই দই কাতলা খেতে খুব পছন্দ করেন। টক দইয়ের সঙ্গে মাছ খাওয়া উচিত না। মাছ ও টক দইয়ে প্রোটিন আছে। এই খাবার একসঙ্গে খেলে হতে পারে হজমের সমস্যা। টক দই ও দুধ একসঙ্গে খাওয়া উচিত না। অনেকে গুড় দিয়ে টক দই খান। একসঙ্গে এই খাবার খেলে বাড়তে পারে আপনার ওজন। এছাড়া পেটের সমস্যাও হতে পারে।