Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dharmendra's Birthday: ৮৮ বছরের জন্মদিনে ধর্মেন্দ্রকে সেরা উপহার দিলেন দ্বিতীয় স্ত্রী হেমা

Dharmendra’s Birthday: ৮৮ বছরের জন্মদিনে ধর্মেন্দ্রকে সেরা উপহার দিলেন দ্বিতীয় স্ত্রী হেমা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Dec 09, 2023 | 11:11 PM

Bollywood News: ৮৮ বছর বয়সি স্বামী ধর্মেন্দ্রকে তাঁর জন্মদিনে গালে চুম্বন করলেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। ছবি শেয়ার করেছেন হেমা এবং তাতে তিনি লিখেছেন, "জীবনের সেরা সঙ্গীকে জন্মদিনের অনেক শুভকামনা জানাই। আশা করি তুমি এটা দেখতে পাও, আমার কাছে কত স্পেশ্যাল তুমি।"

বিশ্রীভাবে ট্রোলড শ্রাবন্তী
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং’ঠুমক ঠুমক’ গানের সুরে পা মিলিয়েছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভিডিয়ো পোস্ট করতেই নোংরা ভাষায় আক্রমণ করা হয় তাঁকে। ‘হাতির বাচ্চা’ থেকে শুরু করে ‘বাইজি’… একের পর এক কুথসিৎ কথা বলা হয়েছে শ্রাবন্তীকে।

‘ধর্ষণ’ নিয়ে কথা ববির অনস্ক্রিন স্ত্রী
‘অ্যানিম্যাল’ ছবিতে দুর্দান্ত খলনায়ক ববি দেওলের তিনজন স্ত্রী। একজনের চরিত্রে অভিনয় করেছে অভিনেত্রী মানসী তক্সক। পর্দায় তাঁকে ধর্ষণ করেছে ববি অভিনীত চরিত্রটি। ধর্ষণের দৃশ্য নিয়ে অকপট কথা বলেছেন মানসী। জানিয়েছেন, শুটিং করা সময় কোনও ধরনেরই নির্যাতনের সম্মুখীন হতে হয়নি তাঁকে। যদিও এ কথা তিনি স্বীকার করে নিয়েছিলেন যে, আব্রারের চরিত্রটি পুরোপুরি পশুর মতোই ছিল।

ট্রোলের মুখে ঋতুপর্ণা
ভয়ানকভাবে ট্রোলড হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। লাল লেগেঙ্গা পরে ভিডিয়ো তুলেছেন তিনি। নেপথ্যে ‘গুলি মাতা’ গান। দৃশ্যে মাঝেমধ্য়েই পাল্টে যাচ্ছিলেন টলি-কুইন। আর্টিফিশিয়ান ইন্টেলিজেন্সের সাহায্যে আনা হয়েছিল বদল। তাতে নোংরা-নোংরা মন্তব্য ভেসে এসেছে অভিনেত্রীর শরীরকে কেন্দ্র করে। যদিও এ নিয়ে একটিও শব্দই ব্যয় করেননি অভিনেত্রী।

ধর্মেন্দ্রকে হেমার চুম্বন
৮৮ বছর বয়সি স্বামী ধর্মেন্দ্রকে তাঁর জন্মদিনে গালে চুম্বন করলেন অভিনেতার দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। ছবি শেয়ার করেছেন হেমা এবং তাতে তিনি লিখেছেন, “জীবনের সেরা সঙ্গীকে জন্মদিনের অনেক শুভকামনা জানাই। আশা করি তুমি এটা দেখতে পাও, আমার কাছে কত স্পেশ্যাল তুমি।”

রণবীরের প্রতিক্রিয়া
সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’ ছবির টিজ়ার। ছবিতে স্কোয়াড্রন লিডার মৃণাল রাথোরের চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। টিজ়ার প্রকাশ্যে আসতেই তাঁকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন স্বামী রণবীর সিং। লিখেছেন, “বুম”। সেই সঙ্গে আগুন-ইমোজি পোস্ট করেছেন অভিনেতা।

‘আটক’ সন্দীপ
১ ডিসেম্বর মুক্তি পেয়েছে হিন্দি ছবি ‘অ্যানিম্যাল’। মুক্তির ৮ দিনের মধ্যেই বিদেশের মাটিতে আটক ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ডালাসে গিয়েছিলেন। একটি অনুষ্ঠানে যাওয়ার আগে গাড়ির মধ্যেই আটকেছিলেন। তবে ‘অ্যানিম্যাল’তে ‘উগ্র’ পৌরুষ দেখানোর জন্য সেখানকার দর্শক তাঁর উপর ক্ষোভ উগরে দেননি। বরং দিয়েছেন বাহবাই।

সত্যিই বিচ্ছেদ হচ্ছে ঐশ্বর্য-অভিষেকের?
বচ্চন পরিবারে নাকি থাকেন না ঐশ্বর্য রাই বচ্চন। তিনি নাকি থাকেন মা বৃন্দা রাই এবং কন্যা আরাধ্য়া বচ্চনের সঙ্গে। ইদানিং স্বামী অভিষেক বচ্চনকে নাকি নিজের জীবন থেকে ঝেড়ে ফেলছেন ঐশ্বর্য। তবে ‘দ্য আর্চিজ়’ ছবির প্রিমিয়ারে বচ্চন পরিবারের সঙ্গেই উপস্থিত ছিলেন ঐশ্বর্য। তা দেখে অনেকের মনে হয়েছে, ঐশ্বর্য-অভিষেকের বিবাহ-বিচ্ছেদ নিশ্চিত।

বচ্চন-শাহরুখের চেয়েও ধনী কারা
বচ্চনদের মোট সম্পত্তির আয় ৫,০০০ কোটি টাকা। শাহরুখ খানের ৬,২৮১ কোটি টাকা। তাঁদের চেয়েও বেশি ধনী রানি মুখোপাধ্য়ায়ের শ্বশুরবাড়ি যশরাজ চোপড়া পরিবার। জানেন কত কোটি টাকার মালিক তাঁরা? ৭,৫০০ কোটি টাকার মালিক তাঁরা। রানির শ্বশুরবাড়ি প্রযোজক। বছরে কোটি-কোটি টাকা রোজগার করেন তাঁরা সিনেমা ব্যবাসার সূত্র ধরে। তার উপর রয়েছে সম্পত্তিও।

সানির বিপরীতে কে?
আমির খানের প্রিয় অভিনেত্রী মোনা সিং। ‘লাল সিং চাড্ডা’-এ আমিরের মা হয়েছিলেন তিনি। এবার আমির প্রযোজিত ‘লাহোর, ১৯৪৭’ ছবিতে তিনি অভিনয় করবেন সানি দেওলের স্ত্রীর চরিত্রে। চরিত্রটিতে অভিনয় করার জন্য মুখিয়ে আছেন মোনা।