Meizu Zero: বিশ্বের প্রথম ছিদ্রহীন ফোন

Meizu Zero: বিশ্বের প্রথম ছিদ্রহীন ফোন

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 20, 2023 | 7:13 PM

স্পিকারের জন্য ডিসপ্লেতেই একটি অপশন আছে । 18W ওয়্যারলেস চার্জিং হয় এই ফোন। ফিজিক্যাল সিমের পরিবর্তে এতে রয়েছে e-SIM। ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP68 রেটিং প্রাপ্ত । Meizu Zero তে আছে Android 7 অপারেটিং সিস্টেম। ফোনটিতে আছে ১০৮০×২১৬০ পিক্সেল রেজোলিউশনের ৫.৯৯ ইঞ্চির HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে

এবার একটা ফোন আসছে, যাতে নেই কোনও ছিদ্র। ফোনের নাম Meizu Zero । এক্কেবারে অন্যরকম এই ফোনে একটাও ছিদ্র নেই । এর বডি সম্পূর্ণরূপে সিল করা । এতে কখনও ধুলো এবং জল প্রবেশ করতে পারে না। ২০১৯এ চিনে লঞ্চ হয় Meizu Zero । ফোনের স্পিকার বা চার্জিংয়ের জন্য়ও কোনও ছিদ্র নেই । ফোনটির পাওয়ার এবং ভলিউমের জন্য সাইডে রয়েছে একটি বিশেষ টাচ প্যানেল। স্পিকারের জন্য ডিসপ্লেতেই একটি অপশন আছে । 18W ওয়্যারলেস চার্জিং হয় এই ফোন। ফিজিক্যাল সিমের পরিবর্তে এতে রয়েছে e-SIM। ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটি IP68 রেটিং প্রাপ্ত । Meizu Zero তে আছে Android 7 অপারেটিং সিস্টেম। ফোনটিতে আছে ১০৮০×২১৬০ পিক্সেল রেজোলিউশনের ৫.৯৯ ইঞ্চির HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। ২.৫D কার্ভড গ্লাস প্রোটেকশন আছে ফোনটিতে। Snapdragon 845 প্রসেসর দ্বারা চালিত ফোনটি। গ্রাফিক্সের জন্য এই হ্যান্ডসেটে রয়েছে অ্যাড্রিনো 630 GPU । ডুয়াল রিয়ার ক্যামেরা আছে ফোনটিতে। ফোনের পিছনে একটি 12MP সেন্সর এবং আর একটি 20MP টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য আছে 20MP ফ্রন্ট ফেসিং সেন্সর। বায়োমেট্রিক সিকিওরিটির জন্য আছে ফেস আনলক ফিচার। ভারতীয় মুদ্রায় ফোনটির দাম 92,000 টাকা।

Published on: Apr 20, 2023 07:13 PM