Hero Bike: দামি হল হিরো বাইক ও স্কুটি, নতুন দাম জানুন

Hero Bike: দামি হল হিরো বাইক ও স্কুটি, নতুন দাম জানুন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 05, 2023 | 5:09 PM

বাইক ও স্কুটারের দাম বাড়াতে চলেছে হিরো মোটো কর্প। দেশ জোড়া অগণিত হিরোর গ্রাহক এই খবরে নড়েচড়ে বসেছেন। বাইক ও স্কুটারের ১.৫ % মূল্যবৃদ্ধি হবে। দেখে নিন বর্ধিত দাম কেমন হবে। হিরো স্প্লেন্ডার ৭৩ হাজার থেকে বেড়ে হবে ৮৭ হাজার টাকা। হিরো প্যাশন প্রো ৭৪ হাজার টাকা থেকে বেড়ে হবে ৮২ হাজার টাকা। হিরো এইচ […]

বাইক ও স্কুটারের দাম বাড়াতে চলেছে হিরো মোটো কর্প। দেশ জোড়া অগণিত হিরোর গ্রাহক এই খবরে নড়েচড়ে বসেছেন। বাইক ও স্কুটারের ১.৫ % মূল্যবৃদ্ধি হবে। দেখে নিন বর্ধিত দাম কেমন হবে। হিরো স্প্লেন্ডার ৭৩ হাজার থেকে বেড়ে হবে ৮৭ হাজার টাকা। হিরো প্যাশন প্রো ৭৪ হাজার টাকা থেকে বেড়ে হবে ৮২ হাজার টাকা। হিরো এইচ এফ ডিলাক্স ৬০ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৬৭ হাজার টাকা। হিরো গ্ল্যামার ৮০ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৪ হাজার টাকা। হিরো প্লেজার প্লাস ৬৯ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৭৮ হাজার টাকা। হিরো মায়েস্ত্রো ৭৯ হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ৮৬ হাজার টাকা। হিরো জুমের দাম ৬৯,০০০ থেকে হচ্ছে ৭৭,০০০ টাকা। হিরো মোটো কর্প ব্যাজারে আঞ্ছে একটি দুর্দান্ত বাইক। হিরো এক্সট্রিম ১৬০ আর। এই বাইকের দাম ১.২৭ লক্ষ টাকা থেকে ১.৩৬ লক্ষ টাকা। হিরো মোটো কর্প নতুন রূপে বাজারে আনছে হিরো প্যাশন প্লাস বাইকটি। এর দাম হতে চলেছে ৭৬,০৬৫ টাকা।