Tata Sumo History: কার নামে টাটা সুমো?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 19, 2023 | 12:19 PM

জনপ্রিয় গাড়ি টাটা সুমো। এই গাড়ি চড়েননি এমন মানুষ খুব কম। এই গাড়ি ভারতের রাস্তায় দাপিয়ে বেড়াত। নয়ের দশকে টাটা মোটরস-এর নাম ছিল টেলকো। সেই সময়ে সংস্থার সিইও ছিলেন সুমন্ত মুলগাওকার।

জনপ্রিয় গাড়ি টাটা সুমো। এই গাড়ি চড়েননি এমন মানুষ খুব কম। এই গাড়ি ভারতের রাস্তায় দাপিয়ে বেড়াত। নয়ের দশকে টাটা মোটরস-এর নাম ছিল টেলকো। সেই সময়ে সংস্থার সিইও ছিলেন সুমন্ত মুলগাওকার। তিনি লাঞ্চের সময় হাওয়া হয়ে যেতেন। মুলগাওকারের সহকর্মীরা ভাবতেন তিনি পাঁচতারা হোটেলে লাঞ্চ করছেন। তিনি কোথায় যান তা দেখতে তাঁর সহকর্মীরা একদিন পিছু ধাওয়া করেন। তাঁরা দেখেন তিনি ট্রাক ড্রাইভারদের সঙ্গে সময় কাটাচ্ছেন। বড় গাড়ি ও মালবোঝাই ট্রাক সম্পর্কে তাঁদের প্রতিক্রিয়া নিতেন। সে সব তথ্য নিজের নোট বইয়ে লিখে রাখতেন সুমন্ত মুলগাওকার। তাঁর দূরদর্শিতায় টাটা মোটর্স ট্রাকের ও মাল্টি পারপাজ ভেহিকেলে দুরন্ত সফল হয়। সুমন্ত মুলগাওকার টাটা মোটর্সের সিইও, টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। মারুতি সুজুকির নন-এক্সিকিউটিভ চেয়ারম্যানও ছিলেন তিনি। তিনি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। ১৯৯৪য়ে তাঁকে শ্রদ্ধা জানাতে তাঁর নামে টাটা মোটর্স ১০ আসনের গাড়ি ‘সুমো’ লঞ্চ করে। টাটা সুমোর নাম রাখা হয় সুমন্তের ‘সু’ এবং মুলগাওকারের ‘মো’ যোগ করে।