Money Plant Tips: এই গাছে বিপদ কাটবে দ্রুত

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 18, 2023 | 8:42 AM

Holi Tree News: বাস্তুমতে হোলির দিনে বাড়িতে তুলসী বা মানিপ্ল্যান্ট লাগালে ভাগ্যের পরিবর্তন হয়। ধর্মীয় বিশ্বাস যে দুটি গাছই ঘরে সৌভাগ্য নিয়ে আসে।

ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি উত্‍সব পালিত হয়। এ বছর এই উত্‍সব পালিত হবে ৮ মার্চ। হোলির একদিন আগে সন্ধ্যের সময় ও পরের দিন আবির খেলা হয়। হোলির দিন অন্য কারোর গায়ে রঙ লাগানোর আগে গণপতিকে পুজো করুন। এতে ঘরের বাস্তুদোষ দূর হয়। হোলির দিন বেডরুমে রাধা-কৃষ্ণের ছবি রাখলে ঘরে সুখ-সমৃদ্ধি থাকে। ঘরে ছবি রাখার পর তাদের আবির ও ফুল নিবেদন করুন। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে। মূল দরজার বাইরে সূর্যদেবের ছবি রাখুন। যদি পরিবারের কোনও সদস্যের উন্নতিতে বাধা তৈরি হয়, তাহলে হোলির দিন মূল দরজার বাইরে সূর্যদেবের ছবি রাখুন। বিশ্বাস করা হয় এমনটা করলে পজিটিভ শক্তি বয়ে নিয়ে আসে। একই সঙ্গে কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। বাস্তুমতে হোলির দিনে বাড়িতে তুলসী বা মানিপ্ল্যান্ট লাগালে ভাগ্যের পরিবর্তন হয়। ধর্মীয় বিশ্বাস যে দুটি গাছই ঘরে সৌভাগ্য নিয়ে আসে। পাশাপাশি এগুলি ঘরে লাগালে গ্রহদোষেরও বিনাস ঘটে। হোলির দিন বাড়ির সামনে নতুন পতাকা লাগান। বাস্তুমতে, এদিন বাড়ির সামনে বা ছাদে লাগানো পুরনো পতাকা বদলানো উচিত। বাড়িতে পতাকা উত্তোলন করলে পরিবারের সম্মান, সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বজায় থাকে। সবার মধ্যে ভালো সম্পর্ক থাকে।

Published on: Mar 04, 2023 09:20 AM