Guava Leaf Benefits: এই পাতায় চুল পড়া কমে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Sep 17, 2023 | 2:43 PM

চুলের স্বাস্থ্যের জন্য পেয়ারা পাতা খুব কার্যকরী ভূমিকা নেয়। চুলের জেল্লাই শুধু বাড়ায় না পেয়ারা পাতা, একাধিক সমস্যার ভিতর থেকে সমাধান করে। পেয়ারা পাতায় থাকে প্রচুর ভিটামিন সি।

Follow Us

চুলের স্বাস্থ্যের জন্য পেয়ারা পাতা খুব কার্যকরী ভূমিকা নেয়। চুলের জেল্লাই শুধু বাড়ায় না পেয়ারা পাতা, একাধিক সমস্যার ভিতর থেকে সমাধান করে। পেয়ারা পাতায় থাকে প্রচুর ভিটামিন সি। ভিটামিন সি মাথার স্ক্যাল্পে কোলাজেন উৎপাদনে সহায়ক। এতে চুল ভাল বাড়ে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে ভিটামিন সি। এতে ফ্রি র‍্যাডিক্যালের সঙ্গে লড়াই করে চুলের ক্ষতি কমে। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় পেয়ারা পাতার রস। হেয়ার ফলিকলে অক্সিজেন সরবরাহ বাড়ে। চুলের ঘের বাড়ায় পেয়ারা পাতা। পেয়ারা পাতা চুল পড়া কমায়। চুলের গোড়া মজবুত করে। পেয়ারা পাতার রস চুলের গোড়ায় মালিশ করলে উপকার মেলে। ১ মুঠো পেয়ারা পাতা ফুটন্ত জলে ফেলে আঁচ বন্ধ করুন। জল ঠাণ্ডা হলে ছেঁকে নিন। তবে যদি আপনার স্ক্যাল্পে যদি কোনও সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।

চুলের স্বাস্থ্যের জন্য পেয়ারা পাতা খুব কার্যকরী ভূমিকা নেয়। চুলের জেল্লাই শুধু বাড়ায় না পেয়ারা পাতা, একাধিক সমস্যার ভিতর থেকে সমাধান করে। পেয়ারা পাতায় থাকে প্রচুর ভিটামিন সি। ভিটামিন সি মাথার স্ক্যাল্পে কোলাজেন উৎপাদনে সহায়ক। এতে চুল ভাল বাড়ে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে ভিটামিন সি। এতে ফ্রি র‍্যাডিক্যালের সঙ্গে লড়াই করে চুলের ক্ষতি কমে। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় পেয়ারা পাতার রস। হেয়ার ফলিকলে অক্সিজেন সরবরাহ বাড়ে। চুলের ঘের বাড়ায় পেয়ারা পাতা। পেয়ারা পাতা চুল পড়া কমায়। চুলের গোড়া মজবুত করে। পেয়ারা পাতার রস চুলের গোড়ায় মালিশ করলে উপকার মেলে। ১ মুঠো পেয়ারা পাতা ফুটন্ত জলে ফেলে আঁচ বন্ধ করুন। জল ঠাণ্ডা হলে ছেঁকে নিন। তবে যদি আপনার স্ক্যাল্পে যদি কোনও সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।

Next Video