Canning News: স্ত্রীর ঠোঁট কামড়ে পালিয়ে গেল স্বামী!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 23, 2023 | 5:00 PM

মদ খেয়ে বাড়িতে ঢুকে স্ত্রীর উপর অত্যাচার।স্ত্রী তার প্রতিবাদ করলে স্ত্রীকে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ঢুড়ি সাত নম্বর এলাকায়।

মদ খেয়ে বাড়িতে ঢুকে স্ত্রীর উপর অত্যাচার।স্ত্রী তার প্রতিবাদ করলে স্ত্রীকে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ঢুড়ি সাত নম্বর এলাকায়।পরিবার সূত্রে খবর অভিযুক্ত রাকিব খান কয়েকদিন আগে শ্বশুরবাড়িতে আসে। শ্বশুরবাড়িতে আসার পর অন্তঃসত্তা স্ত্রীর সঙ্গেই মদ খাওয়াকে কেন্দ্র করে মাঝে মধ্যে গন্ডগোল শুরু হয়।স্ত্রী মদ খাওয়ার প্রতিবাদ করেছিল মঙ্গলবার রাতে।তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়।পরে স্বামী রাকিব খান স্ত্রী প্রিয়া খানের ঠোঁটে কামড় বসিয়ে দেয়।শাশুড়ি মেয়ে আর্ত চিৎকার শুনে এগিয়ে গেলে তাকেও কামড়ানোর চেষ্টা করে বলে অভিযোগ।কোনোরকমে তিনি জামাইকে প্রতিহত করেন।এদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর এইভাবে কামড়ে নেওয়ার ঘটনা মেনে নিতে পারেনি শ্বশুরবাড়ির লোকজন।চিৎকার শুনে একে একে তারা ঘর থেকে বের হতেই এরপর পালিয়ে যায় অভিযুক্ত রাকিব খান।স্ত্রী প্রিয়া খানকে রক্তাক্ত অবস্থায় রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য।সেখানেই তার চিকিৎসা চলছে।সেই সঙ্গে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।